চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শিল্পকলায় মুজিব বর্ষে গণসংগীত উৎসব

১৮ জানুয়ারি, ২০২০ | ২:৪৫ পূর্বাহ্ণ

শোন একটি মুজিবরের চেয়ে লক্ষ মুজিবরের কন্ঠে স্বরধ্বনি আকাশে বাতাসে উঠে রঙ্গিন। বাংলাদেশ আমার বাংলাদেশ। মুজিব বর্ষে শিল্পীদের এমন গানের সুরে সুরে মুখরিত শিল্পকলার আঙ্গিনা।

গতকাল বিকেলে শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে সৃজামি সাংস্কৃতিক অঙ্গন মুজিব বর্ষ উপলক্ষে তিনদিনের গণসংগীত উৎসবের আয়োজন করে। গতকাল উৎসবের ২য় দিনে অতিথি ছিলেন প-িত স্বর্ণময় চক্রবর্ত্তী ও যশোর উদীচি’র সাধারণ সম্পাদক সাজ্জাদুর রাহমান খান বিপ্লব।

উৎসবে অতিথিরা বলেন, সুর সাধনার ফল। এটি সাধনা করে আয়ত্ত করতে হয়। শুদ্ধ সাংস্কৃতিক চর্চার মধ্যে গান একটি। গানের মধ্যে নিজেকে উজাড় করে দিতে হবে।
অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিল্পী শ্রেয়সী রায়। অভ্যুদয়ের পরিবেশনায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গীতিকার, সুরকার ও শিল্পী প্রয়াত অজিত রায়ের সুরে কবিতা ও গান পরিবেশন করে শিল্পীরা। একে একে শিল্পীরা একক ও দলীয় গণসংগীত পরিবেশন করেন শিল্পীরা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট