চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ওএসি’র সুন্নি সম্মেলনে আবুল হক্কানী

কুরআন-সুন্নাহর নির্দেশনা মানলে মুসলমানরা নেতৃত্বে উঠে আসবে

১৮ জানুয়ারি, ২০২০ | ২:৪৫ পূর্বাহ্ণ

আহলে সুন্নাত সম্মেলন সংস্থা ওএসি বাংলাদেশ এর আয়োজনে নগরীর লালদিঘি মাঠে তিনদিনব্যাপী আন্তর্জাতিক সুন্নি সম্মেলনের গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) দ্বিতীয় দিনে ভারত থেকে আসা আন্তর্জাতিক বক্তা আল্লামা মুহাম্মদ হোসাইন সিদ্দিকী আবুল হক্কানী বলেছেন, শত সহ¯্র বছর ধরে পৃথিবীতে মুসলমানরাই নেতৃত্ব দিয়েছে। যতোদিন তারা অপশক্তির তাঁবেদারি ছেড়ে কুরআন-সুন্নাহর নির্দেশনা মেনে সামগ্রিক জীবন পরিচালিত করেছে ততোদিন পর্যন্ত তারা ছিল নেতৃত্বের মর্যাদাপূর্ণ আসনে। কুরআন সুন্নাহর নির্দেশনা মেনে চললে মুসলমানরা হারানো গৌরব ফিরে পেতে পারে বলে তিনি বক্তব্যে উল্লেখ করেন।

ওএসি’র সভাপতি আল্লামা হাফেজ সোলাইমান আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিদেশি আলোচক ছিলেন আল্লামা হাফেজ এহসান ইকবাল কাদেরী (শ্রীলংকা)। তিনি বলেন, সুন্নি মুসলমানরাই পৃথিবীতে সংখ্যাগরিষ্ঠ হলেও অসংগঠিত ও নেতৃত্বের ক্ষেত্রে পিছিয়ে থাকায় তারা বিশ্বে মাথা তুলে দাঁড়াতে পারছে না। সংগঠক মাস্টার মুহাম্মদ আবুল হোসাইনের সঞ্চালনায় সম্মেলনে অতিথি ও আলোচক ছিলেন সিটি মেয়র আলহাজ আ.জ.ম নাছির উদ্দিন, আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন, জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ সিরাজুল হক, ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান আল্লামা এম.এ মান্নান, ওএসি’র সাধারণ সম্পাদক আল্লামা কাযী মুঈন উদ্দিন আশরাফী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার ফকিহ আল্লামা মুফতি কাযী আব্দুল ওয়াজেদ, জমিয়তুল ফালাহ্ মসজিদের খতিব আল্লামা সৈয়দ আবু তালেব মুহাম্মদ আলাউদ্দিন, অধ্যক্ষ আল্লামা ড. মাহবুবুর রহমান, আল্লামা আশরাফুজ্জামান আলকাদেরী, ড. এরশাদ আহমদ আল বুখারী, অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ হারুনুর রশিদ, গাউসিয়া কমিটির চেয়ারম্যান আলহাজ পেয়ার মুহাম্মদ, আল্লামা গোলামুর রহমান আশরফ শাহ, রফিকুল ইসলাম পাটোয়ারী, উপাধ্যক্ষ আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক প্রমুখ।
আজ শনিবার সুন্নি সম্মেলনের সমাপনী দিবসে প্রধান অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। বিদেশি আলোচক থাকবেন আল্লামা মুহাম্মদ হোসাইন সিদ্দিকী আবুল হক্কানী (ভারত) এবং শ্রীলংকার আল্লামা হাফেজ এহসান ইকবাল কাদেরী।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট