চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধনকালে দীপংকর এমপি

বৈষম্যহীন দেশ গঠনে প্রধানমন্ত্রী নিরলস ভাবে কাজ করছেন

নিজস্ব সংবাদদাতা, রাজস্থলী

১৬ জানুয়ারি, ২০২০ | ৪:৩২ পূর্বাহ্ণ

রাঙামাটি ২৯৯ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আ.লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য দীপংকর তালুকদার এমপি বলেছেন, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছে। তারই লক্ষে স্বাস্থ্য সেবার উন্নয়নে বর্তমান সরকারের আমলে ব্যাপক উন্নতি হয়েছে। সারাদেশের ন্যায় পার্বত্য অঞ্চলের মানুষের সুবিধার্থে প্রতিটি উপজেলায় হাসপাতালের শয্যা উন্নীতকরণের মাধ্যমে চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি ও সেবার মান বেড়েছে। সাধারণ মানুষ এখন সহজেই তাদের কাক্সিক্ষত সেবা ঘরের কাছেই পাচ্ছেন।

রাজস্থলী উপজেলায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচ.ই.ডি) স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে প্রায় ১৬ কোটি টাকার ব্যয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ শয্যা হতে ৫০ শয্যায় উন্নীতকরণ নির্মাণকাজ শেষে উদ্বোধনকালে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োাজিত আলোচনা সভায় গত ১৪ জানুয়ারি প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক, রাঙামাটি জেলার সিভিল সার্জন ডা. শাহীন তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান উথিনসিন মারমা, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক পুচিংমং মারমা, উপজেলা মহিলা আ.লীগের সভাপতি লংবতি ত্রিপুরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লাঅং মারমা, ওসি তদন্ত সৈয়দ ওমর ফারুক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম, আবু জাফর প্রমুখ।

উল্লেখ্য, হাসপাতালে ৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পের মধ্যে রয়েছে চার তলাবিশিষ্ট ফাউন্ডেশন এর তিন তলা বিশিষ্ট হাসপাতাল ভবন ১টি, চার তলাবিশিষ্ট ফাউন্ডেশনের কনসালটেন্ট ডরমেটরি এবং এমও ডরমেটরি ভবন ১টি, চার তলাবিশিষ্ট ফাউন্ডেশনের চার তলা ভবন আট ইউনিট নার্স ডরমেটরি ১টি, চার তলাবিশিষ্ট ফাউন্ডেশনের তিন তলা ভবন আট ইউনিট বিশিষ্ট, চার তলাবিশিষ্ট ফাউন্ডেশনের তিন তলা ভবন স্টাফ ডরমেটরি ভবন ১টিসহ সাইট ডেভেলপমেন্ট, সারফেস ড্রেন, বাউন্ডারি ওয়াল, রোড এন্ড পেভমেন্ট, গাডেনিং ওয়ার্ক, ডীপ টিউবওয়েল ও বৈদ্যুতিক সাব স্টেশন স্থাপন করা হয়েছে বলে জানা যায়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট