চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

মসজিদের ইমাম অপহৃত মুক্তিপণের টাকা নিতে এসে গ্রেপ্তার তিন অপহরণকারী

নিজস্ব প্রতিবেদক

১৬ জানুয়ারি, ২০২০ | ৪:২১ পূর্বাহ্ণ

নগরীর ডবলমুরিং থানার মগপুকুর পাড় এলাকার একটি মসজিদের ইমামকে অপহরণের দায়ে তিন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার মুক্তিপণের টাকা নিতে এসে গ্রেপ্তার হন অপহরণকারী মো. ইমরান (২৮), সাখাওয়াত হোসেন রবিন (২৮) ও আলমগীর হোসেন। এসময় উদ্ধার করা হয় অপহৃত ইমাম মাওলানা মো. আব্দুস শুক্কুরকে।

ডবলমুরিং থানার এসআই হেলাল পূর্বকোণকে জানান, গতকাল বুধবার আছরের নামাজের সময় অপহরণকারীরা ইমাম মো. আব্দুস শুক্কুরকে নিয়ে যান। এরপর ইমামের পরিবারের সদস্যদের কাছে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। প্রথম পর্যায়ে বিকাশের মাধ্যমে অপহরণকারীদের কাছে ২৫ হাজার টাকা পাঠিয়ে দেয়া হয়। পরবর্তীতে বাকি টাকা নিতে মোগলটুলির প্রফেসর লেইনে আসেন মো. ইমরান নামে এক যুবক। তাকে আটকের পর অভিযান চালিয়ে সাখাওয়াত হোসেন রবিন (২৮) ও আলমগীর হোসেন (৪৭) নামে চক্রের আরও দুই সদস্যকে আটক করা হয়। উদ্ধার করা হয় অপহৃত ইমামকে।
এ বিষয়ে অপহরণকারীদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট