চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

রাউজান কলেজে এইচএসসি নির্বাচনী পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের ৫ ঘণ্টা অনশন

নিজস্ব সংবাদদাতা হ রাউজান

৯ জানুয়ারি, ২০২০ | ৫:২৪ পূর্বাহ্ণ

রাউজান সরকারি কলেজের এইচএসসি নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা এইচএসসি ফরমপূরণের দাবিতে ৫ ঘণ্টা অনশন করেছে। গতকাল বুধবার বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাউজান সরকারি কলেজের অধ্যক্ষ একেএম আবদুর রশীদের অফিসের সামনে এ অনশন কর্মসূচি পালন করে। একাধিক শিক্ষার্থীর সাথে কথা বলে জানা গেছে, নির্বাচনী পরীক্ষায় প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী এক থেকে ছয় বিষয়ে অকৃতকার্য হয়। পরে কলেজের সিদ্ধান্তের ভিত্তিতে এক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম পূরণে সুযোগ দেয়া হয়। তাদের দাবি একাধিক বিষয়ে যারা ফেল করেছে তাদেরও বোর্ড পরীক্ষায় সুযোগ দেয়া। তারা বলেন ‘নির্বাচনী পরীক্ষায় খারাপ করলে ফাইনাল পরীক্ষায় খারাপ করবে?। যারা নির্বাচনী পরীক্ষায় পাশ করে ফরমপূরণ করেছে, তারা পাশ করবে এটা নিশ্চয়তা দিতে পারবে? এমন প্রশ্ন ছুঁড়ে দেন তারা।’ শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক বলে জানিয়েছেন কলেজের উপাধ্যক্ষ সেলিম নাওয়াজ চৌধুরী। তিনি সাংবাদিকদের বলেন ‘বোর্ড নির্ধারিত এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় শেষ হয়েছে। এমনকি বিলম্ব ফি দিয়ে ফরমপূরণের সময়ও শেষ হয়েছে গত ৬ জানুয়ারি। আমরা তাদের বুঝিয়ে বলেছি, তারা চলে যাবে।’
এ প্রসঙ্গে রাউজান কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ বলেন, ‘এটি কলেজের শিক্ষকদের বিষয়। শিক্ষাবোর্ডের নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ নেই। অধ্যক্ষ একেএম আবদুর রশিদ কলেজে না থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট