চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘সাড়ে চার বছরে সম্মানীর ৬৫ লাখ টাকা হতদরিদ্রের মাঝে দান করলেন মেয়র’

৯ জানুয়ারি, ২০২০ | ৫:০২ পূর্বাহ্ণ

চসিক জনসংযোগ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেছেন,সিটি মেয়র আলহাজ আ জ ম নাছির উদ্দীন চট্টগ্রাম সিটি কর্র্পোরেশনে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি তাঁর ব্যক্তিগত সকল সম্মানী গ্রহণ না করে দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করে যাচ্ছেন। এই বিতরণ কর্মসূচির আওতায় গত মঙ্গলবার দুপুরে টাইগারপাসস্থ মেয়র দপ্তরে মাসের সম্মানী ১ লক্ষ ৩৫ হাজার টাকা অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের লেখাপড়ার জন্য আর্থিক অনুদান করেন মেয়র। এই মাসের সম্মানীর টাকাসহ গত সাড়ে চার বছরে তাঁর প্রাপ্য সম্মানীর ৬৫ লাখ টাকা দান করলেন দুঃখী, শিক্ষার্থী, অটিজম শিশুসহ হতদরিদ্রের মাঝে। গতকাল বুধবার গরিব, দুস্থ, প্রতিবন্ধী ও শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদানকালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেছেন, এমন কিছু প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও রোগী আছেন যারা প্রতি মাসে নির্ধারিত অঙ্কের টাকা পেয়ে থাকেন। কারো জটিল অপারেশন বা চিকিৎসা নিতে সমস্যা, সিটি কর্পোরেশনের নির্ধারিত কর্মকর্তার কাছে থাকা নির্ধারিত ফরমে আবেদন করলে মাস শেষে কোনো ধরনের জটিলতা ছাড়াই এই আর্থিক সাহায্য পাওয়া যায়। বিশেষ চাহিদা

সম্পন্ন ‘অটিজম’ শিশুদের নিয়ে কাজ করে নিষ্পাপ অটিজম ফাউন্ডেশন। যেখান থেকে ১৭ জন শিশু মূল ধারায় ফিরে এসেছে। এমন অলাভজনক প্রতিষ্ঠানটির অন্যতম ডোনার সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তাঁর মাসিক সম্মানীর একটি বড় অংশ চলে যায় ফাউন্ডেশনটিতে।
সভায় সিটি মেয়র বলেন, মেয়র পদটি শুধুমাত্র একটি সম্মানজনক দায়িত্ব। যেটা আমি রাজনৈতিক কর্মী হওয়ার কারণে পেয়েছি। সেই পদের বিপরীতে আমি কোনো অর্থ বা সুবিধা গ্রহণ করতে পারি না। তাই সরকারি তহবিল থেকে পদের বিপরীতে যেসব টাকা পেয়েছি সবটাই গরিব, মেহনতি মানুষের কল্যাণে বিলিয়ে দিয়েছি।
অনুষ্ঠানে চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, সচিব মো. আবু সাহেদ চৌধুরী, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়–য়া, মেয়রের একান্ত সচিব মো. আবুল হাসেম, অতিরিক্ত প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরীসহ কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট