চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বন্দর ইপিআই জোনে ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উদ্বুদ্ধকরণ সভা

৯ জানুয়ারি, ২০২০ | ৪:৪৮ পূর্বাহ্ণ

২০২০ এর’জোনাল উদ্বুদ্ধকরণ ও পরিকল্পনা সভা বন্দর ইপিআই জোনের বন্দরটিলাস্থ কার্যালয়ে জোনাল মেডিকেল অফিসার ডা. মো. হাসান মুরাদ চৌধুরীর সভাপতিত্বে গতকাল বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়। ভিটামিন’এ’ অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা,শিশুর রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, ডায়রিয়া ও বিভিন্ন জটিলতা থেকে শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে এবং ভিটামিন এর অভাবজনিত সমস্যা প্রতিরোধে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য প্রতিষ্ঠান, বিশ্ব স্বাস্থ্য ও ইউনিসেফের সার্বিক সহায়তায় দেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২০ইং কর্মসূচি আগামী ১১ জানয়ারি শনিবার সারাদেশব্যাপী উদযাপন করবেন বলে জোনাল মেডিক্যাল অফিসার ডা. হাসান মুরাদ সভাপতির বক্তব্যে জানান। বন্দর ইপিআই জোনের টেকনেশিয়ান বাবু মৃনাল দাশের সঞ্চালনায় পরিকল্পনা সভায় আরো বক্তব্য রাখেন ৩৯নং ওয়ার্ড কাউন্সিলরের সচিব মো. মুনছুর আলী খান,৪০নং ওয়ার্ড আরবান হেলর্থ মেডিক্যাল অফিসার ডা. ফেরদৌসি আক্তার,মমতার সার্ভিস প্রোমোট অফিসার মোরশেদ আলম,স্থানীয় হালিশহর একাদশ ক্লাবের আহবায়ক, প্রাচিকসের শিক্ষা ও পরিকল্পনা সম্পাদক ডা. কে এম মাজহারুল হক,ডা. আনোয়ার হোসেন রাসেল, মহিলা সম্পাদিকা লায়লা আরজুমান বাবু,নবচেতনা ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. রেজাউল করিমসহ ৩৮,৩৯,৪০.৪১ এবং ২৬ নং ওয়ার্ডের স্বাস্থ্য সহাকরী ক্লাব, সংগঠন,এনজিও প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। জাতীয় ভিটামিন এ’প্লাস ক্যাম্পেইন-২০২০ কর্মসূচিতে ৬-১১মাস বয়সী শিশুদের নীলরঙের ভিটামিন ক্যাপসুল এবং ১২-৫৯ মাস(৫বছরের) শিশুদের একটি করে লালরঙের ভিটামিনএ’ প্লাস ক্যাপসুল বিনামূল্যে খাওয়ানো হবে বলে সভা থেকে ঘোষণা দেয়া হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট