চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাঠ চাই

৯ জানুয়ারি, ২০২০ | ৪:৩৭ পূর্বাহ্ণ

সারাদেশের বিভাগীয় শহর, জেলা, উপজেলা শহরে এবং গ্রামাঞ্চলের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে রয়েছে খেলার মাঠ, পুকুর, বাগান, শহীদ মিনার ইত্যাদি। কিন্তু শহরের বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান বিশেষ করে আবাসিক এলাকায় গড়ে ওঠা শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে নেই তিল পরিমাণ জায়গা। অথচ এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা কার্যক্রম চালানোর জন্য সংশ্লিষ্ট বিভাগ অনুমোদন দিয়েছে বলেও অভিযোগ রয়েছে। খেলার মাঠ বা অ্যাসেম্বলি মাঠ নেই বলে ঐসব শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম থাকা উচিত নয় বলে আমরা মনে করি। বিদ্যালয়ের সামনে মাঠ থাকবে আর সেখানে অবসরে ও ছুটির সময়ে ছাত্ররা খেলাধূলা করবে। পড়াশোনার পাশাপাশি খেলাধূলারও প্রয়োজন আছে। বিষয়টির প্রতি শিক্ষামন্ত্রণালয়ের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি।

লিয়াকত হোসেন খোকন
রূপনগর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট