চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শিক্ষক দম্পতির কন্যা শ্রেয়সী পিইসির ফলাফলে পানছড়িতে ১ম

নিজস্ব সংবাদদাতা, পানছড়ি

৯ জানুয়ারি, ২০২০ | ৪:৩১ পূর্বাহ্ণ

প্রাথমিক শিক্ষা সমাপনীতে (পিইসি) পানছড়ি উপজেলার প্রথম স্থান অধিকার করেছে শিক্ষক দম্পত্তির মেয়ে শ্রেয়সী দেব।

সে পূজগাং মুখ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও বর্তমান উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব ও সূতকর্ম্মাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দা দেবী চাকমার মেয়ে।

জানা যায়, শ্রেয়সী শৈশব থেকেই মেধাবী। উপজেলার বিভিন্ন কুইজ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় সে বরাবরই মেধাতালিকায় জায়গা করে নিত। এবারের পিইসির ফলাফলে সে ৫৭৮ নম্বর পেয়ে উপজেলায় প্রথম হয়েছে। উপজেলায় দ্বিতীয় হয়েছে আবদুল আহাদ ও সেলিনা দম্পত্তির ছেলে রবিউল আলম। সে পানছড়ি আদর্শ শিশু বিদ্যানিকেতনের শিক্ষার্থী ও তৃতীয় হয়েছে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শফিকুল ইসলাম ও সেলিনা দম্পত্তির মেয়ে ফারজানা আক্তার।
প্রথম স্থান অধিকারী শ্রেয়সী জানায়, সে ৬ষ্ঠ শ্রেণিতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ভর্তি হয়েছে। জেএসসি, এসএসসি ও এইচএসসিতে ভালো রেজাল্ট করে ডাক্তার হওয়ার স্বপ্ন তার। পজেলা শিক্ষা অফিসার সুজিত্র মিত্র চাকমা ফলাফলের সত্যতা নিশ্চিত করে জানান, এবারের পিইসিইতে উপজেলায় সর্বমোট ৫৯ জন জিপিএ-৫ অর্জন করেছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট