চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

উপজেলার স্কুল-মাদ্রাসায় নতুন বই বিতরণ

মফস্বল ডেস্ক

৯ জানুয়ারি, ২০২০ | ৪:৩০ পূর্বাহ্ণ

উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় গত ১ জানুয়ারি বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়।
পশ্চিম ধলই উচ্চ বিদ্যালয়: হাটহাজারীস্থ বিদ্যালয়ের হলকক্ষে প্রধান শিক্ষক আবু মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে বিনামূল্য বই উৎসবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষক খোরশেদ আলমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ধলই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য খোকন চন্দ্র চৌধুরী, বিদ্যালয়ের নবনির্বাচিত সদস্য সফিউল আলম, শাহ আলম ও আলমগীর চৌধুরী। জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী জান্নাতুল মাওয়া তিশা ধর্মগ্রন্থ পাঠ করেন। সভায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল বশর।

মুকুট নাইট হাজী আনছুর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়: পটিয়ার ধলঘাটস্থ বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রবিউল হোসেন রুবেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হুইপের উন্নয়ন সমন্বয়কারী ও জেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল হাকিম। প্রধান শিক্ষক নাছিমুন আরা বেগমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আ.লীগের সভাপতি শফিকুল ইসলাম বাবুল, ইউনিয়ন আ.লীগ নেতা শফি, মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মন্নান, ইউপি সদস্য জসিম উদ্দিন, স্কুল কমিটির সদস্য বিশ^জিত বড়ুয়া, নুরুল ইসলাম বি.এ, আহমদ নবী, আ.লীগ নেতা বাবু বড়–য়া, যুবলীগ নেতা রিটন বড়–য়া, অনুজ বড়–য়া প্রমুখ।

চাঁদপুর সিনিয়র মাদরাসা: বাঁশখালীস্থ মাদরাসা মিলনায়তনে বই বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাফেজ আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি দক্ষিণ জেলা আ.লীগের শ্রম সম্পাদক মো. খোরশেদ আলম। এ সময় বক্তব্য রাখেন মাদরাসা পরিচালনা পরিষদের সদস্য নুরুল হোসে লিটু, সৈয়দুল হক, মাওলানা ইবরাহীম রহমানী, মাওলানা মহিউদ্দীন, আহমদ কবির, নুপুর কান্তি দাশ, জানে উল আলম, ডা. কলিম উদ্দীন প্রমুখ।

কদলপুর সমশের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়: রাউজানের নিজস্ব সংবাদদাতা জানান, বিদ্যালয়ে বই উৎসবে টিফিন বক্সও বিতরণ করা হয়। মমতাজ মিয়ার সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুহাম্মদ কামাল হোসেন বি.এস.সি। কাউসার আহমদ চৌধুরী তানিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক মেম্বার এস.এম আবু তাহের, হাজী আবুল কাশেম, মো. হোসেন, জাফর আহমদ, মো. রফিক, বজল আহমদ, মো. ইলিয়াছ, আব্দুল খালেক, হাজী ইদ্রিছ, আবু তাহের, জসিম উদ্দিন, প্রধান শিক্ষক কাজল কান্তি বণিক, শিক্ষক নুর সোহেল মাতব্বর, রুবিনা বেগম, শিপ্রা ভট্টাচার্য্য, আকিব প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট