চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

চট্টগ্রাম-৮ উপ নির্বাচন ইসলামিক ফ্রন্ট প্রার্থী অধ্যক্ষ ফরিদের ২১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

৯ জানুয়ারি, ২০২০ | ৩:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-৮ উপ নির্বাচনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দিনের নির্বাচনী ইশতেহার ঘোষণা উপলক্ষে এক সংবাদ সম্মেলন গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। মোমিন রোডস্থ অভিজাত রেস্টুরেন্ট সাফরান মিলনায়তনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট এম আবু নাছের তালুকদার, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আল্লামা কাজী জসিম উদ্দীন, সিনিয়র যুগ্ম মহাসচিব এম সোলায়মান ফরিদ, যুগ্ম মহাসচিব স ম হামেদ হোসাইন, যুগ্ম মহাসচিব এস এম সিরাজ উদ্দীন তৈয়বী, নগর সভাপতি এইচ.এম মুজিবুল হক শুক্কুর, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, স ম শহিদুল হক ফারুকী, রাশেদুল ইসলাম রাশেদ, এ এস এম কাউছার, এম মহিউল আলম চৌধুরী, ওয়াহেদ মুরাদ, এ এম মঈন উদ্দীন চৌধুরী হালিম প্রমুখ। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন। এসময় তিনি ২১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট