চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রাম এলিট ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু
চট্টগ্রাম এলিট ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু

চট্টগ্রাম এলিট ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু

৩ জানুয়ারি, ২০২০ | ৩:৫৬ পূর্বাহ্ণ

নববর্ষের প্রথম দিনে সূচিত হলো ‘চট্টগ্রাম এলিট ক্লাব লিমিটেড (সিএসিএল)’ এর আনুষ্ঠানিক পথচলা। এ উপলক্ষে বুধবার রাতে চট্টগ্রাম নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে-ভিউ এর মেজবান হলে আয়োজিত হয় বর্ণিল উৎসব। বর্ণিল ফ্যাশন শো, কথামালা, আকর্ষণীয় র‌্যাফেল ড্র ও খ্যাতনামা শিল্পীদের সঙ্গীতের মূর্চ্ছনায় সাজানো হয় অনুষ্ঠান। অনুষ্ঠানের কথামালা পর্বে চট্টগ্রাম এলিট ক্লাবের উদ্দেশ্য-আদর্শ এবং কর্মপরিকল্পনা তুলে ধরে বক্তৃতা করেন জেনারেল সেক্রেটারি নওশাদ চৌধুরী মিটু। ক্লাব প্রতিষ্ঠার পটভূমি উত্থাপন করেন ভাইস প্রেসিডেন্ট মাছুম আহমেদ এবং ধন্যবাদসূচক বক্তব্য রাখেন নির্বাহী

সদস্য সাহেলা আবেদীন। শুভেচ্ছা বক্তব্য রাখেন দি পূর্বকোণ লিমিটেড ও চিটাগং ক্লাবের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী, সিনিয়র’স ক্লাবের প্রেসিডেন্ট ডা. সেলিম আকতার এবং চিটাগং ক্লাবের সাবেক চেয়ারম্যান এ কিউ আই চৌধুরী। তাঁরা সিএসিএল এর অগ্রযাত্রায় সর্বদা পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। কথামালা পর্বের সমাপনী বক্তব্যে সিএসিএল প্রেসিডেন্ট আমানুল্লাহ আল সগির ছুট্টু ক্লাবের ভবিষ্যৎ পথযাত্রায় সকলের সহযোগিতা কামনা করেন। তিনি একটি আদর্শ ও অনুকরণীয় ক্লাব প্রতিষ্ঠার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সংসদ সদস্য এম এ লতিফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী তরফদার মো. রুহুল আমিন, স্থপতি আশিক ইমরান, চসিক’র প্রধান নির্বাহী মো. সামসুদ্দোহা, বিশিষ্ট ব্যবসায়ী হাসান মাহমুদ চৌধুরী, সিএমপি (উত্তর) এর উপ কমিশনার বিজয় বসাকসহ সমাজের বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ স্মারক প্রদান করা হয় সাইফ পাওয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন এবং ফোর এইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাওহার সিরাজ জামিলকে। এর আগে অতিথিবৃন্দ, ক্লাবের নির্বাহী কমিটি ও সদস্যদের সঙ্গে নিয়ে সিএসিএল এর লোগো সম্বলিত বর্ণিল কেক কেটে সিএসিএল এর আনুষ্ঠানিক পথচলা সূচিত হয়। অনুষ্ঠানে সমাগত সুধীজনদের সঙ্গে ক্লাবের নির্বাহী কমিটিকে পরিচয় করিয়ে দেওয়া হয়। কার্যনির্বাহী পরিষদ (২০১৯-২০২০ কার্যমেয়াদের) প্রেসিডেন্ট হলেন বিশিষ্ট ব্যবসায়ী আমানুল্লাহ আল সগির ছুট্টু, ভাইস প্রেসিডেন্ট সরোয়ার আলম, খন্দকার ইবনে বোরহান ও মাছুম আহমেদ, জেনারেল সেক্রেটারি নওশাদ চৌধুরী মিটু, জয়েন্ট সেক্রেটারি এ জি এম নিয়াজ উদ্দিন। এছাড়া কমিটির নির্বাহী সদস্যরা হলেন- সাহেলা আবেদীন, এইচ এম ইলিয়াস, টিংকু আবদুর রহমান, আহাম্মেদ নূর ফয়সাল ও সিব্বির আহামেদ ভূঁইয়া। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ফ্যাশন শো ও র‌্যাফেল ড্র। উল্লেখ্য, বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে গত বছরের ৩০ আগস্ট ‘চট্টগ্রাম এলিট ক্লাব লিমিটেড (সিএসিএল) এর লোগো উন্মোচন উৎসব অনুষ্ঠিত হয়।- বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট