চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

পিইসিতে চট্টগ্রামে পাসের হার ৯৬.৭৯ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

৩১ ডিসেম্বর, ২০১৯ | ২:৫৭ অপরাহ্ণ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় এবার পাসের হার ৯৬.৭৯% শতাংশ ও ইবতেদায়ি পরীক্ষায় ৯৫ দশমিক ২০ শতাংশ।  ১লাখ ৩৩হাজার ৪২৩ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ৫৩২ জন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পিইসিতে প্রথম হয়েছে বাঁশখালী উপজেলা, দ্বিতীয় রাউজান ও তৃতীয় পটিয়া উপজেলা । মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৩ হাজার ৪২৩ জন। উত্তীর্ণ হয়েছে ১ লাখ ২৯ হাজার ১৪৩ জন।

এ বছর পিইসি পরীক্ষায় চট্টগ্রাম জেলায় জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ৫৩২ জন। ইবতেদায়িতে মোট পরীক্ষার্থী ছিল ২৪ হাজার ৯২২ জন। পাস করেছে ২৩ হাজার ৭২৬ জন।

উল্লেখ্য, চট্টগ্রামে গতবছর অর্থাৎ ২০১৮ সালে পাসের হার ছিল ৯৭.৯৮ শতাংশ। এবং জিপিএ-৫ পেয়েছিল ১৮হাজার ১৮৪জন। ফলে গতবারের তুলনায় এবারের পিইসি পরীক্ষার ফল সন্তোষজনক নয়। 

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট