চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

এমইএস কলেজ শিক্ষার্থীর প্রকাশ্যে ফাঁকা গুলি বর্ষণ

কলেজে দু’গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া, শেষ হয় জিইসিতে

নিজস্ব প্রতিবেদক

২২ ডিসেম্বর, ২০১৯ | ৫:০৬ পূর্বাহ্ণ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নগরীর ওমরগণি এমইএস কলেজে কলেজের ভিপি ওয়াসিম উদ্দিন চৌধুরীর অনুসারী দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে ফাঁকা ফায়ার করতে দেখা গেছে এক যুবককে। পিস্তল হাতে ওই যুবকের ছবি এসেছে পূর্বকোণের এ প্রতিবেদকের হাতে। গতকাল দুপুর আনুমানিক সাড়ে বারোটায় এ ঘটনা ঘটেছে। প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে ফাঁকা গুলির ঘটনা ঘটলেও পুলিশ জানিয়েছে তারা কিছুই জানে না। জানতে চাইলে পাঁচলাইশে জোনের সহকারী কমিশনার (ভারপ্রাপ্ত) পরিত্রাণ তালুকদার জানান, এমইএস কলেজের কিছু জুনিয়র ছেলেদের মধ্যে সামান্য ধাওয়া পাল্টা ধাওয়া ঘটেছে। তবে পিস্তল উঁচিয়ে গুলি করার বিষয়ে আমি কিছুই জানি না। পুরাতন মেট্রোপলিটন হাসপাতালের গেইটে পিস্তল বের করা প্রসঙ্গে এসি পরিত্রাণ জানান, ওই স্থানটি চকবাজার থানায় পড়েছে। ঘটনার বিষয়ে জানতে ওমরগণি এমইএস কলেজ ছাত্র সংসদের ভিপি ওয়াসিম উদ্দিন চৌধুরীর মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। জানতে চাইলে চকবাজার থানার পরিদর্শক (ওসি) নিজাম উদ্দিন জানান, এমইএস কলেজের ছাত্রদের ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা আমার থানা এলাকায় হয়নি। যেখানে ঘটনা ঘটেছে তা পাঁচলাইশ থানায় পড়েছে। খোঁজ নিয়ে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল শনিবার দুপুরে ওমরগণি এমইএস কলেজের ভিপি ওয়াসিম উদ্দিন চৌধুরীর অনুসারী আবদুর রহীম শামীম ও মীর শাহেদ গ্রুপের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যয়ে তারা জিইসির মোড় পার হয়ে মেট্রোপলিটন হাসপাতাল এলাকায় চলে আসে। তারা সড়কে অবস্থান নিলে পথচারীরা আতংকিত হয়ে পড়ে। এসময় দেখা যায় পুরাতন মেট্রোপলিটন হাসপাতালের গেইটের কাছে এক যুবক প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে ফাঁকা ফায়ার করছে। পরে খোঁজ নিয়ে জানাযায়, পিস্তল উঁচিয়ে ফাঁকা গুলি বর্ষণকারী যুবকের নাম আহমেদ বাপ্পি। বাড়ি সন্দ্বীপে। বাপ্পি এমইএস কলেজের স্নাতক শেষ বর্ষের ছাত্র।

যোগাযোগ করা হলে আবদুর রহীম শামীম জানান, আমি চার বছর ধরে কলেজে যায় না। তবে শুনেছি জুনিয়রদের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে একটু ঝামেলা হয়েছে। ঘটনাস্থলে আমি ছিলাম না।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট