চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিজয় মঞ্চে শহীদ বুদ্ধিজীবী দিবসের সভায় ভূমিমন্ত্রী

মুক্তিযুদ্ধের লক্ষ্য ও উদ্দেশ্য ছিল গণমানুষের অর্থনৈতিক মুক্তি

১৫ ডিসেম্বর, ২০১৯ | ৪:০৫ পূর্বাহ্ণ

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুধুমাত্র একটি ভূখ-ের জন্য নয়, এর পরিপূর্ণ লক্ষ্য ও উদ্দেশ্য ছিল গণমানুষের অর্থনৈতিক মুক্তি। এই মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত মুক্তিযুদ্ধের সমাপ্তি নেই। মুক্তিযুদ্ধের বিজয় মেলা তেমনই একটি মঞ্চ যেখান থেকে বারবার ছড়িয়ে দেয়া হয় অর্থনৈতিক মুক্তির বার্তা। এই বিজয় মঞ্চ থেকে উচ্চারিত হয়েছিল একাত্তরের ঘৃণিত মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচার এবং তাদেরকে আইনি প্রক্রিয়ায় সর্ব্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই আকাক্সক্ষা পূর্ণ করেছেন এবং এটাই আমাদের সকলের জন্যই একটা পরম অর্জন। তিনি গতকাল শনিবার বিকেলে মুক্তিযুদ্ধের বিজয় মেলার বিজয় মঞ্চে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, বুদ্ধিজীবীরা বাঙালি জাতিসত্তার শ্রেষ্ঠ মানব সম্পদ, তারাই বাঙালি জাতীয়তাবাদী চেতনায় স্ফুরণ ঘটিয়েছিলেন। এ কারণে তাদের হত্যা করে বাঙালি জাতিকে মেধা শূন্য করতে চেয়েছিল। সভায় মূখ্য আলোচকের বক্তব্যে আ. লীগের উপদেষ্টা ম-লীর সদস্য, প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন বলেন, শোষণ, নিপীড়ন এবং বৈষম্যের বিরুদ্ধে ধারাবাহিক লড়াইয়ের মধ্য দিয়ে গড়ে উঠা মুক্তিযুদ্ধের ফসল স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। এই স্বাধীনতার অর্জনে জাতীর জনক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধাপে ধাপে সুনির্দিষ্ট লক্ষ্যের দিকে ধাবিত হয়েছিলেন। তাঁর স্বপ্ন ছিল শোষণ ও বৈষম্যমুক্ত একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ। মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউছুফের সভাপতিত্বে এবং মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব মোহাম্মদ ইউনুছের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরিন আখতার, গবেষক ড. দেবব্রত দেবরায়, লেখক ড. আশীষ কুমার বৈদ্য, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যপক ড. সেকান্দর চৌধুরী, সাংবাদিক ইউনিয়নের সা. সম্পাদক হাসান ফেরদৌস প্রমুখ। বিজয় মঞ্চে আজ চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর ২য় স্মরণসভায় প্রধান অতিথি থাকবেন আ. লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, মুখ্য আলোচক প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক সাবেক উপদেষ্টা ও সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, প্রধান বক্তা সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, বিশেষ অতিথি থাকবেন মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান (নায়ক ফারুক) এমপি।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট