চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

রাউজানে অন্নদা ঠাকুর আদ্যপীঠ এস এন্ড ডি মজুমদার অনাথালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৫ ডিসেম্বর, ২০১৯ | ৩:৫৮ পূর্বাহ্ণ

রাউজানে উত্তর গুজরা অন্নদাঠাকুর আদ্যপীঠে ফজলে করিম সরোবর, মুরাল ভাই সরোবরের ফলক উন্মোচন এবং আদ্যপীঠ এস এন্ড ডি মজুমদার অনাথালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে শ্রী অন্নদাঠাকুর’র ১২৯ তম আবির্ভাব উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ষোড়শ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম সংর্কীর্তন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। উদ্বোধক ও আশীবার্দক ছিলেন রামকৃষ সংঘ আদ্যাপীঠের সাধারণ সম্পাদক কাম ট্রাস্টি বিশ্ব পরিব্রাজক ব্রক্ষ্মচারী মুরাল ভাই। বিশেষ অতিথি ছিলেন শিল্পপতি জাহাঙ্গীর আলম খান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত, সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী।

অন্নদা ঠাকুর আদ্যাপীঠ রামকৃষ সংঘের সভাপতি কাম ট্রাস্টী দিলীপ কুমার মজুমদারের সভাপতিত্বে অন্নদা ঠাকুর আদ্যাপীঠ রামকৃষ সংঘের ট্রাস্টী কাম সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিতের সঞ্চালনায় অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের কাউন্সিলর জহরলাল হাজারী, শৈবল দাশ সুমন, উপজেলা আওয়ামী লীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদ, ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, জানে আলম জনি, এডভোকেট সমীর দাশগুপ্ত, এডভোকেট দীলিপ কুমার চৌধুরী, প্রকাশ শীল, কাঞ্চন তালুকদার, বরুণ মজুমদার, অনুপ কুমার বিশ্বাস, বিশ্বজিত চৌধুরী, প্যানেল চেয়ারম্যান দিদারুল আলম, রুবেল বৈদ্য, চন্দ্রসেন বড়–য়া। রাতে একক সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করেন জি বাংলা চ্যানেলের সারেগামাপা’র জনপ্রিয় শিল্পী অদিতি মুন্সী।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট