চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাঘাইছড়িতে পাকাঘর পাচ্ছে ৪৬ পরিবার

পূর্বকোণ প্রতিনিধি, রাঙামাটি অফিস

১৫ ডিসেম্বর, ২০১৯ | ৩:৩৬ পূর্বাহ্ণ

বাঘাইছড়িতে বিভিন্ন দুর্যোগে গৃহহীন অসচ্ছল, হতদরিদ্র ৪৬টি পরিবার পাচ্ছে দুর্যোগসহনীয় ঘর।

এরই মধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের ২২ পরিবারকে নবনির্মিত ঘর স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে হস্তান্তর করা হয়েছে ও আরো ২৪টি ঘর নির্মাণাধীন রয়েছে। গত মঙ্গলবার সকাল ১১টায় কাচালং বাজার এলাকায় উপকারভোগী এক পরিবারের মাঝে নবনির্মিত ঘর হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু কাইয়ুম, পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম মিঠুসহ স্থানীয় এলাকাবাসী। উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু বলেন, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে বর্তমান সরকার এসব পাকা ঘর নির্মাণ করছে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের কাবিটা/টিআর কর্মসূচির বিশেষ খাতের অর্থে মানবিক সহায়তায় সারাদেশের ন্যায় বাঘাইছড়ি উপজেলায় এসব ঘর নির্মাণ করা হয়েছে। প্রতিটি ঘর তৈরিতে সরকারের খরচ হয়েছে ২ লক্ষ ৫৮ হাজার টাকা থেকে শুরু করে ৩ লক্ষ টাকা। সমাজের অবহেলিত গৃহহীন অসচ্ছল পরিবারের মাঝে ৪৬টি পাকা ঘর তৈরি করতে বাঘাইছড়িতে সরকারের ব্যয় হয়েছে ১ কোটি ২৮ লক্ষ ৭৬ হাজার টাকা প্রায়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রায় ৫০০ বর্গফুটের প্রতিটি পাকা ঘরে থাকবে দুটি কক্ষ, একটি করিডোর, একটি বাথরুম ও একটি রান্নাঘর। দুর্যোগ সহনীয় এসব পাকা ঘর হবে টেকসই ও প্রতিটি ঘরেই থাকবে সোলার সিস্টেম আর বজ্রপাত নিরোধক ব্যবস্থা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট