চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সন্দ্বীপের সীমানা নির্ধারণ দাবিতে হালিশহরে গণস্বাক্ষরতা কর্মসূচি

১৪ ডিসেম্বর, ২০১৯ | ৩:২৩ পূর্বাহ্ণ

সন্দ্বীপ উপজেলার সীমানা নির্ধারণের দাবিতে এবং সন্দ্বীপ উপজেলাধীন সাবেক ন্যায়মস্তি ইউনিয়ন জেগে উঠার পর ঠেঙ্গার চর নামে পরিচিতি পাওয়া বর্তমানে ভাসান চরকে নোয়াখালী জেলার অধীন থানা ঘোষণার প্রতিবাদে গত ১২ ডিসেম্বর হালিশহর গাউসিয়া মোড় এ-ব্লক ৭ নম্বর লেনের মুখে গণস্বাক্ষরতা কর্মসূচি উদ্বোধন করা হয়।

সন্দ্বীপ নাগরিক সমাজের উদ্যোগে সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ মো. শাহ আলমের সভাপতিত্বে গণস্বাক্ষরতা কর্মসূচি উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের সাবেক সভাপতি এ কে এম বেলায়েত হোসেন। সন্দ্বীপ নাগরিক সমাজের সমন্বয়ক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান। বক্তব্য রাখেন সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসাইন, হাজি আবদুল বাতেন সওদাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এডভোকেট লায়ন আলহাজ মো. সলিমুল্লাহ, আ ফ ম ফোরকান উদ্দিন খান প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট