চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

দুর্নীতিবিরোধী দিবস পালনে সভায় বক্তারা

দুর্নীতি রোধে আইনের কঠোর প্রয়োগ প্রয়োজন

মফস্বল ডেস্ক

১৩ ডিসেম্বর, ২০১৯ | ৪:৫৯ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালনে উপজেলার বিভিন্ন স্থানে গত ৯ ডিসেম্বর র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত সভায় বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আইনের কঠোর প্রয়োগ প্রয়োজন।

রোয়াংছড়ি: নিজস্ব সংবাদদাতা জানান, বান্দরবানের রোয়াংছড়িতে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহায়তায় দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, নোয়াপতং ইউপি চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা, রোয়াংছড়ি থানা তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুন নেছা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অংচউ মারমা, সদস্য কারবারী সাপ্লাই বম। এছাড়া কারবারী, মেম্বারসহ অর্ধশতাধিক সুশীল সামাজের নর-নারী মানববন্ধনে অংশগ্রহণ করেন।
কাপ্তাই: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলা প্রশাসনের আয়োজনে ও কাপ্তাই দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় র‌্যালিশেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মফিজুল হক। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহাদাত হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন, কর্ণফুলী সরকারি ডিগ্রি অধ্যক্ষ এ.এইচ.এম বেলাল চৌধুরী, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ চৌধুরী, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন ও চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ড. প্রবির খিয়াং। স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়–য়া। এ সময় উপস্থিত ছিলেন মানবাধিকারকর্মী নূর বেগম মিতা, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন, কাপ্তাই প্রেস ক্লাবের অর্থ সম্পাদক নূর হোসেন মামুন প্রমুখ।
চন্দনাইশ: নিজস্ব সংবাদদাতা জানান, ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ প্রতিপাদ্যে উপজেলায় পালিত হয়েছে দুর্নীতিবিরোধী দিবস। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমা। প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ পৌর মেয়র মাহবুবুল আলাম খোকা। উপজেলার আইটি অফিসার খালেদ মোশাররফের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন থানার তদন্ত অফিসার মাহবুবুল আলম আকন্দ, দুর্নীতিপ্রতিরোধ কমিটি চন্দনাইশ উপজেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি আবদুল মান্নান, উপজেলা শিশু ও মহিলাবিষয়ক কর্মকর্তা গীতা চৌধুরী, মো. আরশাদুল্লাহ, অধ্যাপক এয়াকুব নবী প্রমুখ।
লক্ষ্মীছড়ি: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে মানববন্ধনের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল, থানা অফিসার্স ইনচার্জ হুমায়ুন কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান রাজু চাকমা দিপান্তর, সদর ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, দুল্যাতলী ইউপি চেয়ারম্যান ত্রিলন চাকমা বর্মাছড়ি ইউপি চেয়ারম্যান হরিকুমার চাকমাসহ দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি হরিরঞ্জন সাহা, সাধারণ সম্পাদক সাংবাদিক মোবারক হোসেন প্রমুখ।

টেকনাফ: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম সাইফ, সহকারী কমিশনার (ভূমি) মো. আবুল মনসুর, টেকনাফ পৌর মেয়র হাজী মো. ইসলাম, ভাইস চেয়ারম্যান ফেরদাউস আহমদ জমিরী, মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, টেকনাফ রেঞ্জ অফিসার সাজ্জাদ হোসেন, হোয়াইক্যং মডেল ইউনিয়নের চেয়ারম্যান প্যানেল জাহেদ হোসেন মেম্বার, সেন্টমার্টিনদ্বীপ ইউপি চেয়ারম্যান নুর আহমদ, বাহারছড়া ইউপি চেয়ারম্যান আজিজ উদ্দিন, হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, জহির হোসেন, আবুল কালাম, হাশেম, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সেক্রেটারি এহেতেশামুল হক বাহাদুর প্রমুখ।

কর্ণফুলী: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা এম এন ইসলাম, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল শুক্কুর, উপজেলা আ.লীগ সহ-সভাপতি নুরুল আলম মেম্বার, মুক্তিযোদ্ধা ইউনুছ, আ.লীগ নেতা আবদুছ ছালাম, সিজেকেএস কাউন্সিলর প্রকৌশলী রাশেদুর রহমান, ক্রীড়া সংগঠক শেখ আহমদ, মাহবুব আলম তারা, চরপাথরঘাটা ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক কামাল আহমদ, বড় উঠান ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক আবদুল মান্নান খান, জেলা য্বুলীগের তথ্য ও গবেষণা সম্পাদক আবিদ হোসেন প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট