চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সেই স্ল্যাব ভেঙে দিয়েছে চসিক

১২ ডিসেম্বর, ২০১৯ | ৪:১০ পূর্বাহ্ণ

পশ্চিম মোহরা গোলাপের দোকান সংলগ্ন এলাকায় কারচুপি করে নির্মিত স্ল্যাব ভেঙে দিয়েছে চসিক। গতকাল চসিকের প্রকৌশলী তা পরিদর্শন করে অনিয়মের প্রমাণ পেয়ে তা ভেঙে দেয়। চসিক সূত্র জানায়, মোহরার গোলাপের দোকান সংলগ্ন আলী ডাক্তার বাড়ি থেকে সেলিনার বাপের বাড়ি পর্যন্ত সড়ক সংস্কার ও সম্প্রসারণের কাজ শুরু করে চসিক। কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান অনিয়ম ও

কারচুপি করে ৫ ইঞ্চি পুরুত্বের স্থলে তিন ইঞ্চি পুরুত্বের আরসিসি স্ল্যাব নির্মাণ করে। কোথাও তারও কম পুরুত্বে স্ল্যাব বনানো হয়। যার স্থায়িত্ব ও টেকসই নিয়ে অভিযোগ তুলে এলাকাবাসী। এ বিষয়ে গত বুধবার দৈনিক পূর্বকোণকে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদ চসিকের নজরে এলে প্রকৌশলীরা সরেজমিন পরিদর্শন করে অনিয়ম ও দুর্র্নীতির প্রমাণ পায়। চসিকের নির্বাহী প্রকৌশলী আবু সিদ্দিক পূর্বকোণকে বলেন, সড়কটি আগের তুলনায় এখন বড় করা হয়েছে। তাই ৫ ইঞ্চি পুরুত্বে আরসিসি স্ল্যাব বসিয়ে সংস্কার করা হচ্ছে। যাতে ফায়ার সার্ভিসের গাড়ি চলাচল করতে পারে। কিন্তু ৫ ইঞ্চির বদলে কোথাও ৩ ইঞ্চি বা সাড়ে ৩ ইঞ্চির স্ল্যাব দিয়ে কাজ করা হচ্ছিল। কাজে অনিয়ম হওয়ায় গতকাল স্ল্যাবগুলো ভেঙে দেওয়া হয়েছে। এখন ৫ ইঞ্চি পুরুত্বের স্ল্যাব দিয়ে সংস্কার করা হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট