চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

প্রিমিয়ার ইউনিভার্সিটির গণিত বিভাগে চালু মাস্টার্স প্রোগ্রাম

১২ ডিসেম্বর, ২০১৯ | ৩:৫৭ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির গণিত বিভাগ (অনার্স) এ চালু হলো মাস্টার্স প্রোগ্রাম। এ উপলক্ষে নগরীর প্রবর্তক মোড়স্থ প্রিমিয়ার ইউনিভার্সিটি অডিটোরিয়ামে গতকাল বুধবার‘মাস্টার ইন সায়েন্স ইন মেথমেটিক্স প্রোগ্রাম লাঞ্চিং সিরোমনি’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে গণিত বিভাগ (অনার্স)-এর ১ম ও ২য় ব্যাচের বরণ এবং ৮ম ও ৯ম ব্যাচের বিদায় অনুষ্ঠানও সম্পন্ন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর এ কে এম তফজল হক এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ। গণিত বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ইফতেখার মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ড. অনুপম সেন বলেন, বিশ্বে যত বিষয় রয়েছে গণিতের স্থান তার মধ্যে অনেক অনেক উপরে। এটি বেসিক সায়েন্সের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত। অন্যদের মাঝে বক্তব্য রাখেন, প্রফেসর এ কে এম তফজল হক, ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ, শিক্ষক রাজিব কর্মকারসহ অনুষ্ঠানে গণিত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট