চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

দুর্নীতি প্রতিরোধ দিবসের সভায় বক্তারা

সততায় গড়বে স্বপ্নের সোনার বাংলা

মফস্বল ডেস্ক

১২ ডিসেম্বর, ২০১৯ | ৩:৪৬ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালনে উপজেলার বিভিন্ন স্থানে গত ৯ ডিসেম্বর র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত সভায় বক্তারা বলেন, কেবল সততার চর্চাতেই গড়ে উঠবে সোনার বাংলা; দুর্নীতিগ্রস্ত মানসিকতা পুষে যা সম্ভব নয় কোনকালেই।
বান্দরবান: নিজস্ব সংবাদদাতা জানান, জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং ব্রিটিশ কাউন্সিল-ইউরোপিয়ান ইউনিয়ন, প্ল্যাটফর্ম ফর ডায়ালগ প্রজেক্ট’র সহযোগিতায় নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে। ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ এ প্রতিপাদ্যে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালিশেষে বান্দরবান প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনশেষে প্রধান অতিথি থেকে সামাজিক প্রকল্প প্রদর্শনী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম। আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুুপার কামরুজ্জামান, সিভিল সার্জন ডা. অংসুইপ্রু মারমা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সদর উপজেলা নির্বাহী অফিসার নোমান হোসেন, চট্টগ্রাম-২ সহকারী পরিচালক রতন কুমার দাশ, প্রজেক্ট রিজিওনাল কো-অর্ডিনেটর চট্টগ্রাম সৈয়দা শবনম মোস্তারী, মং শেনুক মারমা ও অং চ মং মারমা।

রাউজান: নিজস্ব সংবাদদাতা জানান, আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে এবং রাউজান উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় দুর্নীতিবিরোধী মানববন্ধন, আলোচনা সভা উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতিপ্রতিরোধ কমিটির সভাপতি আবু জাফর ছিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামনুন আহমেদ অনিক। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিক্সন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন থানার অফিসার মধূ সুধন নাথ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ সৈয়দ আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার, শিক্ষা অফিসার আবদুল কুদ্দুস, প্রধান শিক্ষক মোস্তাক আহমদ, অধ্যক্ষ আবদুল মান্নান চৌধুরী, উপ-সহকারী কৃষি অফিসার সঞ্জীব কুমার সুশীল, মাওলানা খোরশেদ, আইনুন নাহার, প্রভাষক আয়েশা বেগম, সহকারী প্রধান শিক্ষক নাসরিন আকতার, সাংবাদিক জাহেদুল আলম, তৈয়ব চৌধুরী, তছলিম উদ্দিন, মাওলানা এম.এ মতিন ও রুবিনা ইয়াছমিন রুজি।

রাঙ্গুনিয়া: নিজস্ব সংবাদদাতা জানান, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রামের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ইছাখালী সদর এলাকায় মানববন্ধনশেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মাদ হাসান, মহিলাবিষয়ক কর্মকর্তা সোনিয়া সফি, ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা লিটন হাওলাদার, শিক্ষক আসলাম খান, নির্মল চন্দ্র দাশ, ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর, ইকবাল হোসেন চৌধুরী প্রমুখ।

উখিয়া: নিজস্ব সংবাদদাতা জানান, ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ প্রতিপাদ্যে উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। উখিয়া উপজেলা পরিষদ চত্বরে দুর্নীতি প্রতিরোধ কমিটি উখিয়ার উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ কমিটি উখিয়ার সভাপতি অধ্যাপক মো. আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নিকারুজ্জামান চৌধুরী। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল এহছান খান, উখিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও দুদক পিপি এডভোকেট আবদুর রহিম, উখিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান কামরুননেছা বেবী, উপজেলা সমবায় অফিসার কবির আহমদ, উখিয়া পোস্ট মাস্টার জসিম উদ্দিন, একেসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দুর্নীতিপ্রতিরোধ কমিটির সদস্য আলমগীর, সাংবাদিক দীপন বিশ্বাস, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তার প্রতিনিধি বাবু সুমন, প্রশাসনিক কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি, বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট