চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

২৮ তম আন্তর্জাতিক ও ২১ তম জাতীয় প্রতিবন্ধী দিবসে চবি উপাচার্য

প্রযুক্তিগত শিক্ষার মাধ্যমে প্রতিবন্ধীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে

১২ ডিসেম্বর, ২০১৯ | ২:০৭ পূর্বাহ্ণ

২৮ তম আন্তর্জাতিক ও ২১ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে প্রতিবন্ধী ছাত্রসমাজ, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উদ্যোগে গতকাল ১১ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় চবি বঙ্গবন্ধু চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‌্যালি উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এ সময় প্রফেসর ড. এম শফিকুল আলম, প্রফেসর ড. নুসরত জাহান কাজল, প্রফেসর ড. এস এম রফিকুল আলম, সহকারী প্রক্টর মোহাম্মদ রিফাত রহমান, সহকারী অধ্যাপক অরূপ বড়–য়া, ছাত্রলীগ চবি শাখার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ, প্রতিবন্ধী ছাত্রসমাজ চবি’র সভাপতি মো. আলহাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান এবং বিপুল সংখ্যক প্রতিবন্ধী শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উপাচার্য র‌্যালি উদ্বোধনকালে তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের অবহেলা না করে তাদেরকে উপযুক্ত শিক্ষার মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারলে তারাও দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে। পরে উপাচার্য ফিতা কেটে প্রতিবন্ধী দিবসের উদ্বোধন ঘোষণা করেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট