চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিজ্ঞান জাদুঘরে শিক্ষার্থীরা প্লাস্টিক দূষণ সম্পর্কে সতর্কতা

নিজস্ব প্রতিবেদক

১২ ডিসেম্বর, ২০১৯ | ২:০৭ পূর্বাহ্ণ

প্লাস্টিক পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে তরুণ প্রজন্মকে সতর্ক ও সচেতন করতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে এসে ১৫০ স্কুল শিক্ষার্থী শপথ নিয়েছে, ‘তারা প্লাস্টিক বোতলের জুস ও পানি খাবে না এবং যত্রতত্র প্লাস্টিক, পলিথিন ফেলবে না’। শপথ বাক্য পাঠ করান জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী। শপথের পর তাদের হাতে তুলে দেয়া হয় খাদ্যমানসম্পন্ন এলমুনিয়ামের তৈরি পানির বোতল । আনন্দে উচ্ছ্বাসে উদ্বেলিত হয় শিক্ষার্থীরা।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে মিরপুর ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের গতকাল বুধবার ‘প্লাস্টিক দূষণ ও স্বাস্থ্যগত ক্ষতি’ শীর্ষক এক বিজ্ঞান বক্তৃতা মালায় আমন্ত্রণ জানানো হয়। এ প্রতিযোগিতামূলক বক্তৃতায় ৩ জন শিক্ষার্থী যথাক্রমে তাসমিন হাসান রাহ্মী, ইদ্রাক জামান ও সুবর্ণী এ বিষয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিজ্ঞান জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘প্রতিদিন ফুড চেইনের মাধ্যমে প্লাস্টিক আমাদের শরীরে প্রবেশ করছে, পরিণতিতে ক্যান্সারের মত ভয়াবহ বিপদ ডেকে আনছে। লোভের স্রােতে যে সমাজ ভেসে যাচ্ছে, সে সমাজে মানুষ প্রকৃতি ও জীববৈচিত্র্যকে ধ্বংস করছে। এ অভিশাপ থেকে সমাজকে বাঁচাতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সিনিয়র কিউরেটর এ এস এম শফিউল আলম তালুকদার এবং মিরপুর ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষিকা জান্নাতুন নাঈম। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের পুরস্কৃত করে ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়। উল্লেখ্য, বিজ্ঞান জাদুঘর সম্প্রতি এ জাতীয় অর্ধশতাধিক অনুষ্ঠান করে তরুণ প্রজন্মকে পরিবেশ সচেতন করছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট