চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

মাছের ঝুড়িতে সুকৌশলে গাম দিয়ে লাগানো ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

কর্ণফুলী সংবাদদাতা

১১ ডিসেম্বর, ২০১৯ | ১২:৩১ অপরাহ্ণ

কর্ণফুলী বিশেষ কায়দায় মাছের ঝুড়িতে করে ইয়াবা পাচারকালে দুই রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানা পুলিশ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে মইজ্জারটেক এলাকায় পুলিশ চেকপোস্টের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজার জেলার উখিয়া থানার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মৃত নুরুল হকের পুত্র মোহাম্মদ ইসমাইল (৩০) ও তাঁর সহযোগী একই এলাকার রোহিঙ্গা ক্যাম্পের ছলিম উল্লাহের পুত্র নুর ফয়সাল (১৮) । এ সময় তাদের কাছ থেকে পাঁচ হাজার ৪৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাঁরা বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে ইয়াবা পাচারের সাথে জড়িয়ে পড়েন বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে জানতে চাইলে সিএমপি কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত পূর্বকোণকে বলেন, মঙ্গলবার রাতে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি ইউনিক বাসে মাছের ঝুড়িতে করে ইয়াবা নিয়ে ঢাকা যাওয়ার সময় মইজ্জারটেক চেকপোস্টে চারটি ঝুড়ি তল্লাশি করা হয়। এ সময় একটি ঝুড়ির নিচে বিশেষ কৌশলে গাম দিয়ে লুকিয়ে রাখা পাঁচ হাজার ৪৬০পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওই সময় পুলিশ মূল ইয়াবা পাচারকারী রোহিঙ্গা মোহাম্মদ ইসমাইল ও তাঁর সহযোগী নুর ফয়সালকে গ্রেপ্তার করে। তিনি আরো জানান, তাঁদের দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় নিয়মিত মামলা দায়ের শেষে আজ সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট