চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিজয় শিখা প্রজ্জ¦লন অনুষ্ঠানে উপমন্ত্রী নওফেল

নতুন প্রজন্মের হাতে তুলে দিতে হবে লাল সবুজের পতাকা

১১ ডিসেম্বর, ২০১৯ | ২:৫৫ পূর্বাহ্ণ

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, মুক্তিযোদ্ধারা হয়তো একদিন থাকবে না। কিন্তু বিজয় মেলার মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস ও লাল সবুজের পতাকা নতুন প্রজন্মের হাতে তুলে দিতে হবে। মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি পূর্বেও ছিল, এখনও আছে। তারা জাতিরজনক ও জাতীয় চার নেতাকে হত্যাকরে মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভূলুন্ঠিত করেছে। তিনি গতকাল নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে মুক্তিযুদ্ধের বিজয়, বীর বাঙ্গালির অহংকার ‘বিজয় শিখা প্রজ্জ¦লন অনুষ্ঠানের উদ্বোধনশেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব

উদ্দিন চৌধুরী, সহ সভাপতি আলতাফ হোসেন চৌধুরী, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড.সিকান্দর চৌধুরী, মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা মো. ইউনুস, কো- চেয়ারম্যান এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, মুক্তিযোদ্ধা বদিউল আলম, জাহাঙ্গীর চৌধুরী, মহিউদ্দিন রাসেল উপস্থিত ছিলেন। এ সময় পাকিস্তানের ১৯৫ জন যুদ্ধাপরাধীর বিচারের দাবি জানান উপস্থিত মুক্তিযোদ্ধারা। পরে উপমন্ত্রী মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের ওয়েব সাইড উদ্বোধন করেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট