চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

দৃষ্টির মানবাধিকার বিতর্ক প্রতিযোগিতা

১১ ডিসেম্বর, ২০১৯ | ২:৪২ পূর্বাহ্ণ

শিল্পকলা একাডেমির মিলনায়তন যেন মিনি জাতিসংঘ। এক একজন বিতার্কিক প্রতিনিধিত্ব করছেন এক একটি দেশের। কেউ ভারত, কেউ চায়না কিংবা ইউএসএ বা রাশিয়া। ছিল বাংলাদেশ,পাকিস্তান,ইউকে এবং জার্মানীসহ আরো অনেক দেশের প্রতিনিধিরা। তুমুল বিতর্কে শরণার্থীদের যাতে মানবেতর জীবন যাপন করতে না হয় সেজন্য আরো বরাদ্দ বাড়ানো উচিত। ছায়া জাতিসংঘ মডেল বিতর্ক প্রতিযোগিতায় চট্টগ্রামের ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের বিতার্কিকরা অংশগ্রহণ করে। এরা হলো ইউএসটিসির বিতার্কিক হোসাইন সামি থাইল্যান্ড এর প্রতিনিধি, সার্দান বিশাববিদ্যালয় এর বিতার্কিক সুমাইয়া ইসলাম ভারতের, কাজী নুরুল হক, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়য়ের বিতার্কিক মায়ানমারে প্রতিনিধি, ইউএসটিসির বিতার্কিক সাদিয়া আফরিন জার্মানির প্রতিনিধি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর সাখাওয়াত হোসেন মজুমদার চায়নার, চট্টগ্রাম মেডিকেল কলেজ এর সাদিয়া আফরিন যুক্তরাজ্যের, সানশাইন গ্রামার স্কুলের তাকরিম আহমেদ ফ্রান্সের, পোর্ট সিটি ইন্টান্যাশনাল ইউনির্ভাসিটির ফাহমিদা হক সিনথিয়া মালেশিয়ার, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের আবদুল্লাহ আল জিয়ন নিউজিল্যান্ডের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অভিষেক দত্ত রাশিয়ার, সরকারী কর্মাস কলেজের হিমেল দে শ্রীলঙ্কার, ইউএসটিসির বিতার্কিক কাজী তাওকীর জাহিন যুক্তরাষ্ট্রের, আইআইইউসির উমর মুসান্না পাকিস্তানের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাঈদ বিন মহিউদ্দিন বাংলাদেশের, চুয়েট এর বিতার্কিক সৌম্য স্বরাজ সৌদি আরব, এবং ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক এস এম রাফসান জনি জাপানে প্রতিনিধি হয়ে । গত ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে দৃষ্টি চট্টগ্রামের ৫ম মানবাধিকার দিবস বিতর্র্ক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্বকারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক সাঈদ বিন মহিউদ্দিন শ্রেষ্ঠ প্রতিনিধি নিবার্চিত হন। সৌদি আরবের প্রতিনিধিত্বকারি চুয়েটের বিতার্কিক সৌম্য সরাজ অসাধারণ প্রতিনিধি ও বিশেষ সম্মান সুচক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক অভিষেক দত্ত।

ছায়া জাতিসংঘ অধিবেশন শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সনদ ও পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও দৃষ্টি চট্টগ্রামের প্রধান উপদেষ্টা ফরিদ আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (উত্তর বিভাগ) বিজয় বসাক। দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দৃষ্টি চট্টগ্রামের সহ সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাবের শাহ, যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন মুন্না, সাংগঠনিক সম্পাদক কাজী আরফাত, আয়োজনের মহাসচিব রিদোয়ান আলম আদনান, উপ মহাসচিব মুন্না মজুমদার, দৃষ্টি চট্টগ্রামের সহ সম্পাদক অনির্বাণ বড়–য়া ও অনুষ্ঠান সমন্বয়কারী তানভির আল জাবের।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট