চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

গৈড়লার টেক সম্মুখ যুদ্ধ দিবস পালন পটিয়ায়

নিজস্ব সংবাদদাতা, পটিয়া

১১ ডিসেম্বর, ২০১৯ | ২:২৬ পূর্বাহ্ণ

পটিয়ার গৈড়লার টেক সম্মুখ যুদ্ধ দিবস উপলক্ষে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা গত ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে মুক্তিযুদ্ধকালীন কমিউনিস্ট পাটি-ন্যাপ ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনী সমন্বয় পরিষদের উদ্যোগে আয়োজিত গেরিলাদের বিজয় মহাসমাবেশে সভাপতিত্ব করেন পরিষদের পটিয়ার আহবায়ক হাবিবুর রহমান ইদ্রিস, সদস্য সচিব আবু তাহেরের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুদ্ধকালীন উপ-অধিনায়ক পুলক দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান, উপজেলা সংসদ কমান্ডার মহিউদ্দিন, জেলা সমন্বয় পরিষদের সদস্য সচিব ফজল আহমদ ও অসুফ সাহা। বক্তব্য রাখেন আনোয়ারার আহ্বায়ক নুরুল ইসলাম, বোয়ালখালীর আহ্বায়ক হারাধন দাশ, সাবেক চেয়ারম্যান তাজুর মুল্লুক, মহানগর আহ্বায়ক ওবায়দুল কায়েস রব, প্রিয়তোষ চৌধুরী প্রমুখ। বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণের আহ্বান জানিয়ে বলেন, সেদিন গৈড়লার টেক যুদ্ধে ৪ জন রাজাকার আল বদর নিহত হয়। এ যুদ্ধে পাকবাহিনীর কাছ থেকে শতাধিক রাইফেল ও বিপুল সংখ্যক গোলাবারুদ উদ্বার করা হয়। এ অপারেশনের কথা ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে। এতে তারা এ যুদ্ধের ন্যাপ-কমিউনিস্ট পাটির গেরিলা বাহিনীর কমান্ডার কমরেড শাহ আলমের অবদানের কথা তুলে ধরেন। সভায় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার আহ্বান জানিয়ে বলেন স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে সকলকে সোচ্চার থাকতে হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট