চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

টেকনাফে আইনশৃঙ্খলা কমিটির সভা

নিজস্ব সংবাদদাতা, টেকনাফ

১১ ডিসেম্বর, ২০১৯ | ২:২৬ পূর্বাহ্ণ

টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা কমিটির সভা গত ৯ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুল আলম। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুর, টেকনাফ পৌর মেয়র মো. ইসলাম, ভাইস চেয়ারম্যান ফেরদাউস আহমদ জমিরী, মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, টেকনাফ রেঞ্জ অফিসার সাজ্জাদ হোসেন, হোয়াইক্যং মডেল ইউনিয়নের চেয়ারম্যান প্যানেল জাহেদ হোসেন মেম্বার, সেন্টমার্টিনদ্বীপ ইউপি চেয়ারম্যান নুর আহমদ, বাহারছড়া ইউপি চেয়ারম্যান আজিজ উদ্দিন, হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, টেকনাফ মডেল থানার প্রতিনিধি এসআই জামশেদ, কমিটির সদস্য জহির হোসেন, আবুল কালাম, পল্লী বিদ্যুতের ডিজিএম প্রমুখ।

সভায় টেকনাফের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন সংস্থার অপরাধচিত্র তুলনামূলক পর্যালোচনা, নিয়মিত গ্রাম আদালত পরিচালনা ও আইনশৃঙ্খলা কমিটির সভা নিয়মিতকরণ, মাদক, রোহিঙ্গা সমস্যা, মানবপাচার চক্রের সক্রিয়তা, সেন্টমার্টিনদ্বীপে বেওয়ারিশ কুকুর ও ময়লা-আবর্জনা বৃদ্ধি, পর্যটকবাহী জাহাজ এমভি ফারহান ক্রুজের ধাক্কায় পল্টুন বিধ্বস্ত, পেঁয়াজ সংকট, দিনের বেলা পৌর শহরে পণ্যবাহী ট্রাক ঢুকে যানজট সৃষ্টি, জেটিঘাটে অনিয়ম, পাহাড়ে রোহিঙ্গা ডাকাতদের আস্তানা, পুলিশের পোশাক পরে সাবরাং ডাকাতির ঘটনায় রহস্য উদঘাটন না হওয়া, অপহরণ করে মুক্তিপণ দাবি, ব্রিকফিল্ডে রাজস্ব ফাঁকি, ইটের সাইজ ছোট, আইডি কার্ড ছাড়া টমটম চালাতে না দেয়া, সরকারি দপ্তরসমূহের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ, ভূমি উন্নয়ন কর পরিশোধ, বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে আইনশৃঙ্খলার অবনতি নিয়ে পূর্বপ্রস্তুতি, স্থানীয়দের সাথে রোহিঙ্গাদের বিয়ে, জেটিতে দর্শণীয় স্থানে টোলের তালিকা স্থাপন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে গতিশীলতা আনয়ন ইত্যাদি বিষয়ে আলোচনা ও বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

থানচি: নিজস্ব সংবাদদাতা জানান, থানচিতে সফল ৫ নারীকে জয়িতার সম্মাননা দেয়া হয়েছে। সফল নারীরা হলেন থানচি বাজারের বাসিন্দা ক্রয়চিংউ মারমা, বলিপাড়া বাজার বাসিন্দা খয়চিংপ্রু মারমা, জিন্না পাড়ার বাসিন্দা মারিয়া ত্রিপুরা ও আইলমারা পাড়ার বাসিন্দা উয়ইনু মারমা। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা। সভাপতিত্ব করেন বলিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গনি। বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনাদির রজ্ঞন বড়–য়া, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, থানচি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহদাৎ হোসেন, বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছোটন দত্ত, কারিতাস মাঠ কর্মী রাজু কান্তি বড়–য়া প্রমুখ।

লক্ষ্মীছড়ি: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে মানববন্ধন, আলোচনা সভা ও জয়িতা সংবর্ধনার আয়োজন করা হয়। উপজেলা হলরুমে আয়োজিত আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা জিনি চাকমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, থানা অফিসার্স ইনচার্জ হুমায়ুন কবীর। এছাড়াও সদর ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, শিক্ষক রুপালী চাকমা বক্তব্য রাখেন। পরে অর্থনৈতিকভাবে সফলতা অর্জনকারী মিলি চাকমা নামে এক নারীকে সংবর্ধনা স্মারক তুলে দেন অতিথিরা।

কুতুবদিয়া: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলার ৫ জয়িতা নারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে মহিলা বিষয়ক অধিদপ্তর। উপজেলা পর্যায়ে সেরা সম্মাননা ক্রেস্ট প্রাপ্ত ৫ জয়িতা নারীগণ হলেন ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদানের’ জন্য উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আখতার বিউটি, ‘শিক্ষা ও চাকরী ক্ষেত্রে সাফল্য অর্জনে’ আলী আকবর ডেইল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা সাংবাদিক হাছান কুতুবীর সহধর্মিণী জেসমিন আখতার, ‘সফল জননী’ হিসেবে লেমশীখালী গ্রামের হাছিনা বেগম, ‘নির্যাতনের বিভীষিকা উপেক্ষা করে নতুন উদ্যোমে জীবন গড়ায়’ রেজিয়া বেগম ও ‘অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনে’ ইছমত আরা বেগম। এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জিয়াউল হক মীরের সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নির্বাচন কর্মকর্তা জামসেদুল ইসলাম সিকদার, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.হাছান কুতুবী, কুতুবদিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভা.প্রা.) জিগারুন নাহার ও আমার বাড়ী-আমার খামার প্রকল্প কর্মকর্তা সুপানন্দ বড়–য়া। মহিলা বিষক অধিদপ্তরের প্রশিক্ষক জাকির হোসেন’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা আমজাদ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল মতিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা নন্দদুলাল প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট