চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সূচক পতনেই লেনদেন শেষ

১১ ডিসেম্বর, ২০১৯ | ১:২৪ পূর্বাহ্ণ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবারও মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে আগের দিনের তুলনায় কিছুটা লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫০৬ পয়েন্টে। যা গত ৪১ মাস বা ৮২৭ কর্মদিবসের মধ্যে সর্বনিম্ন। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫৪৮ পয়েন্টে। ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩০৫ কোটি ৮৭ লাখ টাকার। যা গত কার্যদিবস থেকে ৩০ কোটি ৫৮ লাখ টাকা বেশি। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ২৭৫ কোটি ২৯ লাখ টাকা। ডিএসইতে ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ২০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির।অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৬৮৩ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ২৪ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। -অর্থসূচক

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট