চট্টগ্রাম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

সিআইইউতে ‘আউটকাম বেসড এডুকেশন’ শীর্ষক কর্মশালা

১১ ডিসেম্বর, ২০১৯ | ১:২৪ পূর্বাহ্ণ

গুণগত শিক্ষা নিশ্চিতকরণের নানা কৌশল নিয়ে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত হয়েছে ‘আউটকাম বেসড এডুকেশন’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা। সম্প্রতি নগরের জামাল খানের সিআইইউ ক্যাম্পাসে স্কুল অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (এসএসই) এই কর্মশালার আয়োজন করে। এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (চুয়েট) এর কমপিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. আসাদুজ্জামান। উপস্থিত ছিলেন সিআইইউর এসএসই অনুষদের ডিন, উপদেষ্টা ও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। কর্মশালায় অধ্যাপক ড. আসাদুজ্জামান আউটকাম বেসড এডুকেশনের লক্ষ্য, সম্ভাবনা ও গুরুত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, বিশ^ এখন যুগোপযুগী শিক্ষায় এগিয়ে যাচ্ছে। সেখানে আমাদের কোর্স-কারিকুলামও তাই হতে হবে সময়োপযুগী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্কুল অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের নতুন ডিন ড. আসিফ ইকবাল, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম, সহকারী অধ্যাপক আতিকুর রহমান, রাইসুল ইসলাম রাসেল প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট