চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

১২ ডিসেম্বর খালেদা জিয়াকে মুক্তির দাবি উত্তর জেলা বিএনপির বিক্ষোভ

১১ ডিসেম্বর, ২০১৯ | ১:২৪ পূর্বাহ্ণ

গতকাল বিকেল ৩টায় নাসিমন ভবন দলীয় কার্যালয়ের সামনে বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উত্তর জেলা বিএনপি’র উদ্যোগে বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তর জেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি অধ্যাপক ইউনুছ চৌধুরীর সভাপতিত্বে এবং উত্তর জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক এড. আবু তাহেরের সঞ্চালনায় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আলহাজ সালাউদ্দীন, জসিম উদ্দিন সিকদার, নূর মোহাম্মদ, আলহাজ সেকান্দর চৌধুরী, সেলিম চেয়ারম্যান মো. কামাল পাশা, সালাউদ্দিন চেয়ারম্যান, কাজী সালাউদ্দিন, জাকের হোসেন, শফিউল আলম চৌধুরী, আমিনুল ইসলাম তৌহিদ, বদিউল আলম বদরুল, ছিদ্দিক আহমেদ, এস এম ফারুক, আবদুর রহিম, ফারুক মাস্টার, জহিরুল ইসলাম জহির, সৈয়দ মো. মহসিন, এস এম আজিজউল্লাহ, আনিস আক্তার টিটু, জুলফিকার আলী ভুট্টু, কাউসার কমিশনার, তাহের মেম্বার, গাজী মো. হানিফ, মামুন মেম্বার, মো. নওশাদ, শাহাদাত বাদশা, অমলেন্দু কনক, নুরুল আবছার, মিজানুর রহমান রাজু।

বক্তারা বলেন, আজ সারা বাংলাদেশ কারাগারে পরিণত হয়ে গেছে। গত ৫ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সকল রিপোর্ট বঙ্গবন্ধু হাসপাতাল হতে দেয়ার জন্য হাইকোর্টের নির্দেশ ছিল। কিন্তু এটর্নি জেনারেল ও সরকারি কর্মকর্তাদের নির্দেশে রিপোর্ট জমা দেন নি।

পুনরায় আগামী ১২ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেছে আদালত। যদি ১২ ডিসেম্বর খালেদা জিয়াকে মুক্তি দেয়া না হয় তাহলে বিএনপি ও অঙ্গ সংগঠনসহ দেশের সকল জনসাধারণকে সাথে নিয়ে একদফা আন্দোলনে যেতে বাধ্য হবে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট