চট্টগ্রাম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

স্থপতি আশিক ইমরান চট্টগ্রামে রাশিয়ার অনারারি কনসাল

১০ ডিসেম্বর, ২০১৯ | ৪:১৬ পূর্বাহ্ণ

স্থপতি আশিক ইমরান চট্টগ্রামে রাশিয়ার অনারারি কনসাল হিসেবে নিযুক্ত হয়েছেন। গত ৯ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার প্রধান এ কে এম শহীদুল হক স্থপতি আশিক ইমরানের হাতে বাংলাদেশ সরকারের অনুমোদন পত্র হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন উপ রাষ্ট্রাচার প্রধান (পলিসি ) সৈয়দা জেসমিন সুলতানা মিল্কি এবং সিনিয়র সহকারী সচিব (পলিসি ) নিয়াজ মোর্শেদ ।

স্থপতি আশিক ইমরান বেলারুশ ন্যাশনাল টেকনিকেল বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৩ সালে স্থাপত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং ১৯৯৪ সালে বাংলাদেশে ফিরে নিজের স্থাপত্য পরামর্শক ‘ফিয়ালকা’ এর মাধ্যমে স্থাপত্য পেশায় নিয়োজিত হন। তিনি আইন ও প্রশাসন বিশেষজ্ঞ মরহুম এম আব্দুল্ল­াহ এবং বেগম আফসারুন্নেছার জ্যেষ্ঠপুত্র । তার সহধর্মিনী স্থপতি আলা ইমরান বেলারুশের নাগরিক এবং ১৯৯৪ সাল থেকে স্থায়ীভাবে বাংলাদেশে বসবাস করছেন। তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক। স্থপতি আশিক ইমরান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য, সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের উপদেষ্টা এবং বেলারুশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর বাংলাদেশ প্রতিনিধি। তিনি নোয়াপাড়া কলেজের গভর্নিং বডিসহ একাধিক সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট