চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

মাই রোড মাই রেসপনসিবিলিটি ক্যাম্পেইন নগরীতে

১০ ডিসেম্বর, ২০১৯ | ২:৩২ পূর্বাহ্ণ

ভিবিডি চট্টগ্রাম জেলা জনগণকে ট্রাফিক আইন মেনে চলার জন্য সচেতন করতে গত ৮ ডিসেম্বর মাই রোড, মাই রেসপনসিবিলিটি নামে সচেতনতামূলক একটি ইভেন্ট পরিচালনা করেছে। নগরীর ৪টি জনবহুল মোড় নিউমার্কেট, টাইগারপাস, জিইসি, ২নং গেইটে ২০০ জনের অধিক ভলান্টিয়ার সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনগণকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করে এবং রাস্তায় যেসব পথচারী ট্রাফিক আইন মেনে রাস্তা পারাপার হয়েছেন তাদের ব্যাচ পরিয়ে সম্মান প্রদর্শন করা হয়। এই ইভেন্টের সার্বিক সহযোগিতায় ছিল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং সুজুকি। রেডিও পার্টনার ছিল রেডিও ফূর্তি। ইভেন্টের উদ্বোধন ঘোষণা করেন ভিবিডি ন্যাশনাল বোর্ডের সাংগঠনিক সম্পাদক সৌমেন বড়–য়া পান্ডু। ইভেন্ট পরিচালনায় ছিলেন ভিবিডি চট্টগ্রাম জেলার সভাপতি জিয়াউল হক সোহেল, সহ-সভাপতি কামরুজ্জামান জিয়াদ, সাধারণ সম্পাদক কাউসার হোসাইন, রেবেকা খানম, সুকান্ত মিত্র, তাসনিয়া মজুমদার দ্যুতি, আকিবুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট