চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

১০ প্রতিষ্ঠানকে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

নিজস্ব প্রতিবেদক

৯ ডিসেম্বর, ২০১৯ | ১১:৩৯ অপরাহ্ণ

নগরীর বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ১০ প্রতিষ্ঠানকে ১ লাখ ১৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার (৯ ডিসেম্বর) বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক শাহিদা ফাতেমা চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।  নগরীর ইশান মিস্ত্রির হাট এলাকায় অভিযান চালিয়ে সুরুজ বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে মনসুরাবাদ,  আগ্রাবাদ, বন্দর নেভী হাসপাতাল এলাকায় ১০টি প্রতিষ্ঠানে পৃথক অভিযান চালিয়ে অনুমোদনহীন কৃত্রিম রং, লেবেলবিহীন চিপস বিক্রি, হোটেলে অস্বাস্থ্যকর নোংরা ও অপরিচ্ছন্ন ফ্রিজে খাবার সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার, মেয়াদোত্তীর্ণ কসমেটিকস বিক্রি, নিষিদ্ধ এনার্জি ড্রিংস বিক্রিসহ নানা অপরাধে কর্ণফুলী ট্রেডার্স, ফাতেমা স্টোর, মডার্ন ডিপার্টমেন্টাল স্টোর, মদিনা স্টোরকে ১০ হাজার, আল্লারদান স্টোরকে ৮ হাজার, জননী ভাণ্ডার, মালেক হোটেল, জ্যোতি ডিপার্টমেন্টাল স্টোরকে ৫ হাজার এবং মা এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকাসহ মোট ১০টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

পূর্বকোণ-রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট