চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

উখিয়ায় এক রোহিঙ্গার ছুরিকাঘাতে খুন আরেক রোহিঙ্গা

নিজস্ব প্রতিবেদক

৯ ডিসেম্বর, ২০১৯ | ৪:০৭ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আবদুল্লাহ (২০) নামে এক রোহিঙ্গা যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত নূর মোহাম্মদ নামে অপর এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে রবিবার (৮ ডিসেম্বর) দিনগত রাতে  এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আবদুল্লাহ ওই ক্যাম্পের সি-ব্লকের নুরুল আলমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল মনসুর জানান, অভিযুক্ত নূর মোহাম্মদের বাবা ক্যাম্পের ভেতরে দোকান করেন। রাতে ওই দোকানে কেনাকাটা করতে যান আব্দুল্লাহ। এ সময় নূর মোহাম্মদ ছুরি দিয়ে পেঁয়াজ কাটছিলো। তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে নূর মোহাম্মদ আব্দুল্লাহকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই  মৃত্যু হয় তার। ওসি আরো জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া রাতেই অভিযুক্ত নূরকে আটক করা হয় বলে জানান ওসি মো. আবুল মনসুর।

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

 

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট