চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

মুসল্লির ঢল জোড় ইজতেমা ময়দানে আজ আখেরি মোনাজাত

নিজস্ব সংবাদদাতা হ হাটহাজারী

৮ ডিসেম্বর, ২০১৯ | ৫:৪২ পূর্বাহ্ণ

হাটহাজারীর চারিয়া আঞ্চলিক ইজতেমা মাঠে চলমান জোড় ইজতেমার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে আজ ৮ ডিসেম্বর রোববার সকাল ১০টায়। বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমার জিম্মাদার হাটহাজারী মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতী জসিমুদ্দীন।

উল্লেখ্য, হাটহাজারীর চারিয়া গ্রামে তিনদিনের জোড় ইজতেমা গত শুক্রবার ৬ডিসেম্বর বাদ ফজর আম বয়ানের মাধ্যমে শুরু হয়। গতকাল শনিবার ছিলো দ্বিতীয় দিন। ১৫ টি জেলা থেকে আগত তাবলিগ জামাতের জোড়ের সাথীদের পাশাপাশি গতকাল দেখা যায় হাটহাজারী রাউজান ফটিকছড়ি তথা চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লির সমাগমে ইজতেমা মাঠ কানায় কানায় ভরে গেছে। ভারত পাকিস্তান থেকে ৮টি জামাতে এসেছে প্রায় দেড় শতাধিক বিদেশি মেহমান। গতকাল শনিবার ইজতেমা মাঠে বয়ানে কাকরাইল মসজিদের খতিব এবং আলমী শুরার শীর্ষ মুুরুব্বী আল্লামা হাফেজ জুবায়ের বলেছেন মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান হলো শহীদি মৃত্যু, আর মৃত্যুর পর জান্নাত লাভ করা। যেই মানুষের অন্তরে শহীদি মৃত্যুর আকাক্সক্ষা নেই সে মুনাফিক। অথচ আল্লাহর রাস্তায় শহীদি মৃত্যুতে বিনা হিসাবে জান্নাত লাভের গ্যারান্টি থাকা সত্যেও আমরা নিজ ঘরে স্ত্রীর হাতে পানি পান করে মৃত্যু এবং ছেলে কাঁধে ভর করে কবরে যেতে চাই। উল্লেখ্য গতকাল শনিবার এই মাজমমায় শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমেদ শফি এবং মোজাহিদে মিল্লাত আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী সহ অসংখ্য মুসল্লি অং গ্রহণ করেন। আজ রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হতে চলেছে তিন দিনের জোড় ইজতেমা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট