চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

রাউজানে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার অভিযোগ

৮ ডিসেম্বর, ২০১৯ | ৫:২৭ পূর্বাহ্ণ

রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল (শনিবার) পুকুরটিতে মরা মাছ দেখেছেন এলাকাবাসী।

বর্গা নিয়ে করা এই পুকুরের মৎস্য চাষী এবং ডাবুয়া হাছানখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইদুর রহমান টিপু গতকাল (শনিবার) সন্ধ্যায় বলেন, ‘পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নন্দীপাড়া এলাকায় এক কানি পরিমাণের একটি পুকুর বর্গা নিয়ে মাছ চাষ করি। পুকুরটিতে ছোট ছোট বিভিন্ন প্রজাতির মাছ ছাড়াও তিন-চার কেজি ওজনের মাছ ছিল। শুক্রবার ভোরে বা তার আগে কেউ পুকুরটিতে বিষ প্রয়োগ করে। এ কারণে মরা মাছ ভেসে উঠার খবর পেয়ে শুক্রবার পুকুরে এসে জাল ফেলি। এরপর দেখা যায়, প্রায় তিন মণ মরা মাছ জালে এসেছে।

শনিবারও (গতকাল) মরা মাছ দেখা গেছে পুকুরে। নিধনকরা মাছগুলোর মধ্যে ছিল রুই, কাতলা, মৃগেল, আইর, কালিবাইশসহ অনেক প্রজাতির। মরা মাছের কারণে পুকুরের পানি দূষিত ও এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। দুষ্কৃতিকারীরা বিষ প্রয়োগ করেছে বলে অভিযোগ করেন টিপু।
তিনি আরো জানান, পুকুরটি কয়েকদিন আগে কচুরিপনা পরিষ্কার করা হয়েছিল। এই ঘটনায় ক্ষতির পরিমাণ কমপক্ষে লক্ষাধিক টাকা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট