চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

‘ঘুষ নেওয়ার সময়’ সিভিল এভিয়েশন কর্মকর্তা গ্রেপ্তার

৭ ডিসেম্বর, ২০১৯ | ৫:২৭ পূর্বাহ্ণ

ঢাকায় এক রেস্তোরাঁয় বসে ‘ঘুষ নেওয়ার সময়’ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন) এক কর্মকর্তাকে ‘হাতেনাতে’ গ্রেপ্তার করার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, সিভিল এভিয়েশনের জুনিয়র লাইসেন্স ইন্সপেক্টর ও কনসালট্যান্ট এইচ এম রাশেদ সরকারকে শুক্রবার উত্তরার একটি রেস্তোরাঁ থেকে ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার করা হয়।- বিডিনিউজ
প্রণব বলেন, লাইসেন্স যাচাই করে বিমানের বাণিজ্যিক পাইলট পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এক ব্যক্তির কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ পেয়ে দুদকের একটি দল আগে থেকেই ওই রেস্তোরাঁয় অবস্থান নেয়। রাশেদ ঘুষের টাকা নেওয়ার সময় দুদকের প্রধান কার্যালয়ের

উপ-পরিচালক মাসুদুর রহমানের নেতৃত্বে দলটি তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ একটি মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান প্রণব।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট