চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

দেশপ্রেম ও দ্রোহ সাম্যের কবিতায় বোধনের জাগাও প্রাণের সুপ্ত শক্তি

৭ ডিসেম্বর, ২০১৯ | ৫:১৭ পূর্বাহ্ণ

বোধের শৈল্পিক পরিচর্যায় আবৃত্তি এখন মনন জাগরণের শিল্পচর্চায় এক সৃজনশীল মাধ্যম। যেখানে সংস্কৃতির পরিসর প্রসারে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম পুরোধা এক সংগঠন। যেখানে সাংগঠনিক ব্যাপ্তি ছাড়িয়ে কখনো কখনো বোধনের আবৃত্তিশিল্পী একক ও দলীয় পরিবেশনায় এ জনপদে গণমানুষের কথা কণ্ঠ ধারণ করে শব্দের সঙ্গিন অনন্য ধারাবাহিকে এগিয়ে চলছেন। তেমনি এক দায়বদ্ধতায় একক আবৃত্তিসন্ধ্যা গতকাল সন্ধ্যে সাড়ে ছয়টায় নগরীর থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রাম এর গ্যালারী হলে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম আয়োজন করেছে ‘জাগাও প্রাণের সুপ্ত শক্তি’ ৩৯ পর্বের। এ পর্বে এবারের আবৃত্তিশিল্পী বোধনের সাজেদুল আনোয়ার, শ্রেয়সী স্রোতস্বিনী, পিংকী চৌধুরী, শুভ রক্ষিত, লিমা চৌধুরী এবং বন্ধুসংগঠন শব্দনোঙর আবৃত্তি সংগঠনের আবৃত্তিশিল্পী সঞ্জয় ধর সুন্দর। এ পর্বে অতিথি ছিলেন প্রফেসর হোসাইন কবির এবং মঞ্চমুকুট নাট্য সম্প্রদায়ের সভাপতি সুচরিত দাশ খোকন, বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম এর সহ-সভাপতি সুবর্ণা চৌধুরী ও সাধারণ সম্পাদক এস এম আব্দুল আজিজ। আবৃত্তিশিল্পী পলি ঘোষের সঞ্চালনায় শুরুতে একক আবৃত্তিতে একক শিল্পীসত্তার মানসে প্রাণ জাগিয়ে তোলেন আবৃত্তিশিল্পী শ্রেয়সী স্রোতস্বিনী। তিনি আবৃত্তি করেন কবি শ্যামল কান্তি দাশের আজ টুকটুকির বিয়ে, সুশোভন চৌধুরীর হেমন্তে নিশিথে এবং শুভ দাশগুপ্তের আমি সেই মেয়ে। এরপর আবৃত্তিশিল্পী সাজেদুল আনোয়ার কণ্ঠে প্রাণ ছুঁয়ে কবি সৈয়দ শামসুল হকের আমার পরিচয় এবং রোকনুজ্জামান খানের বর্গি তাড়ানোর গান।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট