চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

স্বাস্থ্যমন্ত্রী বরাবরে হোমিও চিকিৎসকদের স্মারকলিপি

৭ ডিসেম্বর, ২০১৯ | ২:৪২ পূর্বাহ্ণ

বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চট্টগ্রাম বিভাগীয় হোমিওপ্যাথি চিকিৎসক প্রতিনিধি সদস্য ডা. একেএম ফজলুল হককে অপসারণের দাবীতে চট্টগ্রামের হোমিওপ্যাথি কলেজসমূহের শিক্ষক ও বিভিন্ন রেজিস্টার্ড বৃহৎ হোমিও সংগঠনের নেতৃবৃন্দ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বরাবরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার স্মারকলিপি প্রদান করা হয়। সম্প্রতি বিভাগীয় কমিশনারকে প্রদত্ত স্মারকলিপিতে বোর্ড সদস্যকে অদক্ষ, অযোগ্য, স্বল্পশিক্ষিত, মুক্তিযুদ্ধের বিরোধী, দুর্নীতিবাজ, স্বেচ্ছাচারী হিসেবে উল্লেখ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. জাকির হোসেন সিটি কর্পোরেশন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. মো. নুরুল আমিন, সহযোগী অধ্যাপক ডা. আবু ইউছুপ, সহকারী অধ্যাপক ডা. এম এইচ আর রেজাউল করিম, সহকারী অধ্যাপক ডা. অঞ্জন দত্ত, প্রভাষক ডা. শরিফ জামান শরিফ, প্রভাষক ডা. মো. কাউসার হামিদ, প্রভাষক ডা. জুলফিকার হায়দার, ডা. খোরশেদুল আলম চৌধুরী, রবিউল হোসেন, চট্টগ্রাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডা. গোপাল ভট্টচার্য, প্রভাষক এসএম নুরুল হক, প্রভাষক সরওয়ার কামাল, প্রভাষক ডা. মো. কামাল হোসেন, আজিজুর রহমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক ডা. মহিউদ্দিন, বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ কেন্দ্রীয় মহাসচিব ডা. অঞ্জন কুমার দাশ, বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশন চট্টগ্রাম জেলা সভাপতি এড. ডা. মো. ছমি উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট