চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সীতাকু-ে মেঘমল্লার খেলাঘর আসরের প্রশিক্ষণ কর্মশালা

৭ ডিসেম্বর, ২০১৯ | ২:৪১ পূর্বাহ্ণ

সীতাকু-ে মেঘমল্লার খেলাঘরের আয়োজনে দক্ষতা উন্নয়ন বিষয়ক এক সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ইপসা মানব সম্পদ কেন্দ্রের মুক্তিযোদ্ধা একেএম মফিজুর রহমান মিলনায়তনে আয়োজিত এ কর্মশালার বিভিন্ন পর্বে ‘বাংলাদেশ ঃ ইতিহাস ও ঐতিহ্য, চতুর্থ শিল্প বিপ্লবে খেলাঘর সংগঠকদের ভূমিকা, খেলাঘরের গঠনতন্ত্র ও ঘোষণাপত্র, খেলাঘর কি ও কেন করব? শিক্ষা সাংস্কৃতিক কার্যক্রমের সমন্বয়, বিভাগীয় সম্পাদকের কর্মকৌশল ও করণীয়, সংবাদ লিখন ও রিপোর্টিং বিষয়ে ৫১জন সংগঠককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য সাংবাদিক এম. নাসিরুল হক, ইপসার প্রধান নির্বাহী আরিফুর রহমান, খেলাঘর চট্টগ্রাম মহানগরের সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম, প্রকৌশলী রুপক চৌধুরী ও সীতাকু- প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৌমিত্র চক্রবর্তী। কর্মশালা শেষে তপন মজুমদারের সভাপতিত্বে ও সুজিত পালের সঞ্চালনায় প্রশিক্ষণ বিষয়ে সংগঠকদের মধ্যে উন্মুক্ত আলোচনা ও শেষে সনদপত্র বিতরণ করা হয়। এতে অতিথি ছিলেন মোরশেদুল আলম চৌধুরী, দেবাশীষ ভট্টাচার্য্য, সাংবাদিক শেখ সালাউদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট