চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

রাউজানে ১০ আসামি চিহ্নিত হত্যার উদ্দেশ্যে বাড়িতে আগুন দেয়ার ঘটনায় মামলা

রাউজান

নিজস্ব সংবাদদাতা, রাউজান

৬ ডিসেম্বর, ২০১৯ | ৪:০৬ পূর্বাহ্ণ

রাউজান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক আবু জাফর চৌধুরীকে হত্যার উদ্দেশ্যে বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে এ মামলাটি দায়ের করেন মুক্তিযোদ্ধা কমান্ডার আবু জাফর চৌধুরী। মামলা দায়েরের বিষয়টি স্বীকার করে থানার সেকেন্ড অফিসার মো. নুরুন্নবী ৪ ডিসেম্বর রাতে বলেন ‘মামলাটি গ্রহণ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’ তিনি আরো জানান, এ মামলায় ১০ জনকে চিহ্নিত ও অপর ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এদিকে একটি সূত্র জানায়, এ মামলায় চিহ্নিত আসামিদের মধ্যে একাধিকজন মুনিরীয়া যুব তবলীগ কমিটির সমর্থক রয়েছে।

প্রসঙ্গত, সর্বশেষ সোমবার দিবাগত রাতে একঘণ্টার ব্যবধানে ৭ নম্বর রাউজান (সদর) ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু জাফর চৌধুরীর সেমিপাকা বাড়ি ও দোকান আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট