চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শান্তিচুক্তির ২২ বছর পূর্তিতে র‌্যালি ও সমাবেশ

মফস্বল ডেস্ক

৬ ডিসেম্বর, ২০১৯ | ৪:০৭ পূর্বাহ্ণ

পার্বত্য শান্তিচুক্তির ২২ বছর পূর্তি উপলক্ষে গত ২ ডিসেম্বর রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে র‌্যালিশেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় স্লোগান-সংবলিত ব্যানার-ফেস্টুনসহ র‌্যালিগুলোতে অংশ নেয় পাহাড়িদের সাথে বাঙালিরাও।

থানচি: নিজস্ব সংবাদদাতা জানান, নানা আয়োজনে বান্দরবানের থানচিতে পার্বত্য শান্তিচুক্তির ২২ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। ৩৮ বিজিবি বলিপাড়া ব্যাটালিয়ন ও থানচির আপামর জনতার যৌথ উদ্যোগে বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রা বলিপাড়া বাজার হয়ে দাকছৈ পাড়া বাজার পর্যন্ত প্রদক্ষিণ করে। পরে বিজিবি ৩৮ ব্যাটালিয়ান সদর দপ্তর প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, চলচ্চিত্র প্রদর্শনী, প্রীতি ফুটবল ম্যাচ, ফানুস উন্মুক্তকরণসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন ৩৮ ব্যাটালিয়নের জোনাল কমাল্ডিং অফিসার লে. কর্নেল মুহাম্মাদ মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার। বিশেষ অতিথি ছিলেন মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, থানচি কলেজের অধ্যক্ষ, ডমিনিক ত্রিপুরা প্রমূখ। সভায় থানচি উপজেলার জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, হেডম্যান কারবারীরা অংশ নেন।

পানছড়ি: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলা পরিষদ মাঠ থেকে ৩ বিজিবি’র ব্যবস্থাপনায় আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালির শুরুতেই শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিনের শুভ সূচনা করা হয়। র‌্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু স্কয়ারে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৩ বিজিবি লোগাং জোন অধিনায়ক লে. কর্নেল গোলাম মন্জুর সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, পানছড়ি সাব জোন অধিনায়ক মেজর মো. সোহেল আলম। ৩ নং পানছড়ি ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম, অফিসার ইনচার্জ মো. নুরুল আলম, উপজেলা আওয়ামী সভাপতি মো. আব্দুল মোমিন, সম্পাদক বিজয় কুমার দেব, প্রেস ক্লাব সভাপতি জয়নাথ দেব প্রমুখ।

আলীকদম: নিজস্ব সংবাদদাতা জানান, আলীকদমে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আলীকদম জোন কমা-ার লে. কর্নেল সাইফ শামীম। লামা পৌরসভার মেয়র মো. জহিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আলীকদম উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামান, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে জান্নাত রুমি, আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সায়েদ ইকবাল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রকিব উদ্দিন, লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা, ইউপি চেয়ারম্যান ফোগ্য মার্মা, গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট