চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি আবদুর রহমান গার্লস স্কুলে ‘ডাবল শিফট’ চালুর দাবি

নিজস্ব সংবাদদাতা, পটিয়া

৬ ডিসেম্বর, ২০১৯ | ৪:০৬ পূর্বাহ্ণ

‘ডাবল শিফট’ চালুসহ বিভিন্ন দাবিতে পটিয়া আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক ও স্থানীয়রা শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করেছেন।

গত ৪ ডিসেম্বর বিদ্যালয়ের অভিভাবক ও নাগরিকবৃন্দ পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসানের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন। এ সময় তারা বিদ্যালয়ে ‘ডাবল শিফট’ চালু করা, শূন্যপদে শিক্ষক নিয়োগ প্রদান, বিদ্যালয়ের আশ পাশের প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ কচুরিপানাসহ দুর্গন্ধময় আবর্জনাপূর্ণ বড় ডোবা থাকায় বিষাক্ত সাপের বসবাসমুক্ত করা, ছাত্রীদের খেলার পর্যাপ্ত মাঠ নির্মাণ, ছাত্রীদের জন্য স্বাস্থ্যসম্মত টিফিন নিশ্চিতকরণ, প্রয়োজনীয় ও স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণ, আইসিটি কক্ষের জন্য অধিকতর সরঞ্জামাদি সরবরাহ করা ও দু’টি সোলার প্যানেল ও দুটি আইপিএস’র বরাদ্দসহ বিভিন্ন দাবিতে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন পটিয়া উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আইয়ুব বাবুল, আ.লীগ নেতা আলী আকবর ছিদ্দিকী, পৌরসভা আ.লীগের সাধারণ সম্পাদক আলমগীর আলম, পটিয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সমন্বয়ক নাছির উদ্দিন, পটিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি নুরুল ইসলাম, মহিলা কাউন্সিলর বুবু আকতার, বঙ্গবন্ধু পরিষদ নেতা শামসুল আলম এম.কম, আমির হোসেন ম্যানেজার।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট