চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

শীঘ্রই কমিটি প্রকাশ চন্দনাইশে চাঙ্গা হচ্ছে বিএনপি

মো. দেলোয়ার হোসেন, চন্দনাইশ

৬ ডিসেম্বর, ২০১৯ | ৪:০৬ পূর্বাহ্ণ

চন্দনাইশে পুনরায় চাঙ্গা হচ্ছে বিএনপি। শীঘ্রই উপজেলা ও পৌরসভা কমিটি প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহম্মদ খান।

২০০৬ সালে ২৬ অক্টোবর কর্নেল (অব.) অলি আহমদ বিএনপি থেকে বেরিয়ে এলডিপি গঠন করার পর চন্দনাইশে বিএনপি কিছুটা সাংগঠনিকভাবে পিছিয়ে যায়। এরপরও দলকে সুসংগঠিত করতে চেষ্টা করে ত্যাগী নেতাদের একটি অংশ। কিন্তু সরকারি দলের দমন-পীড়নের কারণে প্রকাশ্যে সভা-সমাবেশ করতে না পারলেও বিভিন্ন সময় গোপনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে দলটি। স্থানীয় রাজনীতিতে দলকে সুসংগঠিত রাখতে কেন্দ্রীয় বিএনপির পরিবার পরিকল্পনাবিষয়ক সম্পাদক ডা. মহসিন জিল্লুর করিম, মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মিজানুল হক চৌধুরীসহ বেশ কয়েকজন সিনিয়র নেতা অর্থ ও সাহসের যোগান দিয়ে নেতাকর্মীদের মনোবল শক্ত রাখছেন। কয়েকবছর আগে দক্ষিণ জেলার সকল উপজেলা ও পৌরসভা কমিটির কার্যক্রম স্থগিত করে দেয়ায় বিএনপির রাজনীতিতে আবার কিছুটা ভাটা পড়েছিল। গত অক্টোবর মাসে দক্ষিণ জেলা বিএনপির কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করার পর জেলার সকল উপজেলা ও পৌরসভা কমিটি ভেঙে দেয়া হয়। নতুনভাবে কমিটি করার প্রক্রিয়া শুরু হলে চন্দনাইশ বিএনপি ৪ ধারায় বিভক্ত হয়ে উপজেলা ও পৌরসভায় একাধিক কমিটি জমা দিয়েছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। ইতিমধ্যে উপজেলা বিএনপি ও পৌর বিএনপিতে ৪টি করে পৃথক পৃথক কমিটি জমা হয়েছে বলেও জানা যায়। উপজেলা পর্যায়ে সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার চৌধুরী, জাহাঙ্গীর আলম, এডভোকেট নুরুল ইসলাম, শহিদুল আলম, সালাহ উদ্দীন, মোক্তার আহমেদ, সিরাজুল ইসলাম, মো. বেলাল উদ্দীন, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন, মনজুর আলম তালুকদার, পৌর কমিটির মধ্যে সাইফুল করিম, মোরশেদুল আলম, মাহমুদুর রহমান মাদু, মো. মাহবুব চৌধুরী, মোরশেদুল আলম, ইফতেখার, ইউনুছ গণি বাবুলসহ একাধিক কমিটি জমা হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহম্মদ খান বলেন, তারা দায়িত্ব নেয়ার পর থেকে সুষ্ঠু ও নিখুঁতভাবে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে চিন্তা-ভাবনা করে খোঁজ-খবর নিয়ে কমিটি গঠনের প্রক্রিয়া অনেকটা চূড়ান্ত হয়েছে। খুব শীঘ্রই চন্দনাইশ উপজেলা ও পৌরসভা কমিটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আলোচনাসাপেক্ষে ঘোষণা করা হবে। চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, দলের এ দুঃসময়ে ঐক্যের বিকল্প নেই। কমিটি যতই জমা হোক না কেন, দলের স্বার্থে ঐক্যমতের ভিত্তিতে একটি করে কমিটি ঘোষণা করা হবে। তাছাড়া দলীয় ত্যাগী নেতারা কমিটিতে প্রাধান্য পাবেন বলে অভিমত ব্যক্ত করেন তিনি। কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাবিষয়ক সম্পাদক ডা. মহসিন জিল্লুর করিম বলেছেন, গত ২৮ নভেম্বর সিনিয়র নেতৃবৃন্দ একটি জায়গায় বসেছেন। বিভিন্ন মত থাকলেও ঐক্যমতের ভিত্তিতে সম্মিলিত উদ্যোগে একটি করে কমিটি ঘোষণা করা হবে। কোনভাবে পকেট কমিটি গ্রহণ করা হবে না বলে জানান তিনি। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, আমাদের কাছে যে যার মতো করে একাধিক কমিটি জমা দিয়েছেন। এটা তাদের সাংগঠনিক অধিকার। তিনি আরও বলেন, এখন দল কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। দলকে সুসংগঠিত করতে হাইকমান্ডের নির্দেশে ঐক্যমতের ভিত্তিতে যেকোন সময় কমিটি ঘোষণা করা হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট