চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

চকরিয়া সংবাদদাতা

৪ ডিসেম্বর, ২০১৯ | ৩:৫৯ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে জাবিন্দ্র বড়ুয়া প্রকাশ জানু (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার ভোররাত ৫টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের আরিঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত জাবিন্দ্র বড়ুয়া হারবাং ইউনিয়নের পহরচাঁদার পশ্চিম বড়ুয়া পাড়ার মৃত গুরাধন বড়ুয়ার ছেলে।

নিহতের আত্মীয় শংকর বড়ুয়া বলেন, মঙ্গলবার রাতে কৃষক জাবিন্দ্র বড়ুয়া পাহাড়ি এলাকার আলিঘোরায় ধানক্ষেত পাহারা দিতে যায়। ভোর রাতে ধানক্ষেত পাহারা দিয়ে বাড়ি ফেরার পথে একটি দলছুট বন্যহাতি জাবিন্দ্রকে আক্রমন করলে তার নাখ-মুখ দিয়ে রক্ত এসে ঘটনাস্থলে মারা যায়। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরানুল ইসলাম মিরান বলেন, ঘটনাটি প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসনের অনুমতি নিয়ে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট