চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সিএমপিতে সার্জেন্টদের জন্য চালু হলো ‘ডে-অফ’

নিজস্ব প্রতিবেদক

৪ ডিসেম্বর, ২০১৯ | ১:১৩ অপরাহ্ণ

কাজের প্রতি একঘেয়েমি দূর করে উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট ও টিএসআই পদমর্যাদার কর্মকর্তাদের জন্য চালু করা হলো সাপ্তাহিক ছুটি। তাঁরা সপ্তাহের শুক্রবার ও শনিবার যেকোনো একদিন পালাক্রমে এ ছুটি কাটাতে পারবেন।

গত দুই সপ্তাহ ধরে পরীক্ষামূলকভাবে দেখার পর সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানের নির্দেশে সম্প্রতি এ সাপ্তাহিক ছুটির প্রথা চালু করা হয়েছে। পুলিশে যা অতীতে কল্পনা করা যায়নি। এ বিষয়ে সিএমপির কর্মকর্তারা জানান, এ উদ্যোগে এখন থেকে সার্জেন্ট ও টিএসআই পদমর্যাদার কর্মকর্তারা পরিবারকে সময় দিতে পারবেন। পর্যায়ক্রমে কর্মরত এএসআই, এটিএসআই, কনস্টেবল পদমর্যাদার পু্লিশ সদস্যরাও এ সাপ্তাহিক ছুটির আওতায় আসবেন।

জানা যায়, সিএমপির ট্রাফিক উত্তর জোনে ৯৪ সার্জেন্ট ও ৪ জন টিএসআই এবং বন্দর জোনে ৮৮ জন সার্জেন্ট ও ৪ জন টিএসআই কর্মরত রয়েছেন। এদের মধ্যে উত্তর জোনে কর্মরত ১৯ জন প্রবিশনাল সার্জেন্ট ও বন্দর জোনে ২০ জন প্রবিশনাল সার্জেন্ট এ সাপ্তাহিক ছুটির আওতায় থাকছেন না। এ উদ্যোগে খুশি সিএমপির ট্রাফিক সার্জেন্টরা।

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট