চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নাসিরাবাদ সোসাইটি থেকে অস্ত্রসহ ১০ মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৪ ডিসেম্বর, ২০১৯ | ৪:৩৯ পূর্বাহ্ণ

নগরীর পাঁচলাইশ ধানাধীন নাসিরাবাদ হাউজিং সোসাইটি থেকে অস্ত্রসহ ১০ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত আসামির নাম মো. মানিক (৩৫)। তিনি চান্দগাঁও মোহরা এলাকার মরহুম সোলায়মানের ছেলে। গতকাল মঙ্গলবার বিকেলে নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড গুলি, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ঘর ভাঙ্গার সরঞ্জামাদি ও চোরাই মালামাল জব্দ করা হয়। র‌্যাবের সহকারী পরিচালক কাজী মো. তারেক আজিজ জানান, গত ১৬ নভেম্বর দিবাগত রাতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক প্রধান প্রকৌশলী এসএফএম জিয়া হোসাইনের নাসিরাবাদ হাউজিং

সোসাইটির বাসায় গ্রিল কেটে চুরি হয়। ওই ঘটনার সূত্র ধরে গতকাল বিকালে নাসিরাবাদ হাউজিং সোসাইটির ৬ নম্বর রোড এলাকা থেকে মানিককে গ্রেপ্তার করা হয়। অভিযানে তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড কার্তুজ, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ঘর ভাঙ্গার সরঞ্জামাদি ও চোরাই মালামাল জব্দ করা হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট