চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার হাজারীগলি থেকে

৪ ডিসেম্বর, ২০১৯ | ৪:২৮ পূর্বাহ্ণ

ছিনতাইয়ের মামলায় সাজা পেয়ে আত্মগোপনে যাওয়া এক আসামিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গত সোমবার রাতে নগরীর কোতোয়ালী থানার হাজারী গলি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের নাম মো. আসলাম (৫৩)। তিনি নগরীর হাজারী লেনে ছবিলা কলোনির মৃত আব্দুল আলীর ছেলে। আসলাম পেশায় স্বর্ণ ব্যবসায়ী ছিলেন বলে জানিয়েছে পুলিশ। নিম্ন আদালতে মামলার রায়ের পর ৯ বছর এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে রায়ের পর ১৬ বছর মিলিয়ে প্রায় ২৫ বছর পলাতক ছিলেন এই আসামি।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, ‘১৯৮৭ সালে নগরীর পলোগ্রাউন্ড এলাকায় ছিনতাইয়ের সময় আসলামকে ধরে পুলিশের কাছে দিয়েছিল জনতা। ওই মামলায় একমাস জেল খেটে বের হয়ে সে পলাতক হয়ে যায়। এরপর ওই মামলায় ম্যাজিস্ট্রেট আদালতে সাজা হয়েছে। পরবর্তীতে ওই মামলায় হাইকোর্ট থেকে আপিল বিভাগ পর্যন্ত গড়ায়। সাজা হয়। কিন্তু আসলাম গ্রেপ্তার এড়াতে সক্ষম হয়। নিম্ন আদালতে সাজার ২৯ বছর পর আদালতের পরোয়ানামূলে আমরা তাকে গ্রেপ্তার করেছি।’
কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান জানান, ‘১৯৯০ সালে রায় ঘোষণার সময় আসলাম পলাতক ছিলেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট